ভারত কি ‘হিন্দু সৌদি’ হওয়ার পথে? গুলাম আলি কাণ্ডে প্রশ্ন তসলিমার

শিবসেনার হুমকিতে গুলাম আলির অনুষ্ঠান বাতিল নিয়ে কড়া মুখ খুললেন তসলিমা। টুইটারে লেখিকার মন্তব্য, “গুলাম আলি তো জেহাদি নন, তিনি এক জন শিল্পী! দয়া করে জেহাদি আর শিল্পীর মধ্যে ফারাক রাখার চেষ্টা করুন”। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শাবানা আজমিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ১৯:০৪
Share:

শিবসেনার হুমকিতে গুলাম আলির অনুষ্ঠান বাতিল নিয়ে মুখ খুললেন তসলিমা। টুইটারে লেখিকার মন্তব্য, “গুলাম আলি তো জেহাদি নন, তিনি এক জন শিল্পী! দয়া করে জেহাদি আর শিল্পীর মধ্যে ফারাক রাখার চেষ্টা করুন”। আরও এক ধাপ এগিয়ে তসলিমা প্রশ্ন তুলেছেন এ দেশের ভবিষ্যত্ নিয়েও। তসলিমার টুইট, “সত্যিই শিবসেনার হুমকিতে গুলাম আলির কনসার্ট বন্ধ হল? ভারত কি তবে হিন্দু সৌদি হয়ে উঠতে যাচ্ছে?”

Advertisement

গুলাম আলিকে নিয়ে শিবসেনার এই কাণ্ডের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শাবানা আজমিও। প্রবীণ অভিনেত্রী টুইটারে লিখেছেন, “আমরা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি? কূটনৈতিক সম্পর্ক কি ছিন্ন করেছি? আমরা কি ও দেশে আমাদের দূতাবাস বন্ধ করে দিয়েছি? তাহলে গুলাম আলিকে ব্যান করার পিছনে কী যুক্তি?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement