ভারতে ঢুকে পড়া শিশু ফিরল ঘরে

খেলতে খেলতে ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ধুবুরিতে ঢুকে পড়া ৬ বছরের এক শিশুকে বাংলাদেশে ফিরিয়ে দিল ধুবুরি জেলা পুলিশ। বুধবার বিকেলে ধুবুরি জেলা পুলিশ ওই শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়। মাত্র ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগল পাঁচ মাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৩৬
Share:

খেলতে খেলতে ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ধুবুরিতে ঢুকে পড়া ৬ বছরের এক শিশুকে বাংলাদেশে ফিরিয়ে দিল ধুবুরি জেলা পুলিশ। বুধবার বিকেলে ধুবুরি জেলা পুলিশ ওই শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়। মাত্র ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগল পাঁচ মাস। তবে ওই শিশুর পরিবার খুশি। তাঁরা জানাচ্ছেন, তাঁদের ছেলের খোঁজ পেয়ে ভারতে আসার বৈধ নথিপত্র বানাতেই সময় লেগে যায়। কিন্তু ছেলের যে খোঁজ মিলেছে, তা দানার পরেই তাঁরা শান্তি পান।

Advertisement

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেলে ধুবুরি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ভোগডহর গ্রাম থেকে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা রকি নামের ওই বছর ছয়েকের শিশুকে উদ্ধার করে। রকির বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কিরুসা-ফিরুসা গ্রামে। সে ওই দিন খেলতে খেলতে ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ধুবুরির ভোগডহর গ্রামে ঢুকে পরে ছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাঁকে উদ্ধার করে ধুবুরি জেলা পুলিশের হাতে তুলে দেয়।

পরে রকিকে ধুবুরি জেলা আদালতের নির্দেশে ধুবুরি শহরের বিদ্যাপাড়া এলাকার একটি বেসরকারি সংস্থার হোমে রাখা হয়। এরই মধ্যে তার কাছ থেকে তার বাবার নাম এবং ঠিকানা জানতে পেরে অসম পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। প্রায় ৫ মাস বাদে নথিপত্র নিয়ে বৈধ ভাবে বাংলাদেশ থেকে ধুবুরিতে আসেন ওই শিশুটির বাবা পেশায় রিকশা চালক জয়নাল উদ্দিন।

Advertisement

পাঁচ মাস বাদে হারানো ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বুধবার বিকেলে যাবতীয় নিয়ম নীতি পূরণ করে ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে যান তিনি। জয়নাল উদ্দিন জানান, ‘‘আমি স্বপ্নেও ভাবিনি আমার হারানো ছেলেকে এ ভাবে ফিরে পাব। বৈধ নথি পত্র জোগাড় করতে গিয়ে অনেকটা দেরি হল ভারতে আসতে। ভারতের বিএসএফ, পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’’ ওই হোমের সঞ্চালক সৈয়দ নুরুল আমিন জানান, ‘‘ওই শিশুটি তার পরিবার পেল। আমাদেরও সুসম্পর্ক তৈরি হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement