মোদীকে বিঁধতে কংগ্রেসের অস্ত্র অটল

নরেন্দ্র মোদীর রথ থামাতে এ বার অটলবিহারী বাজপেয়ীর বক্তব্যকে হাতিয়ার করল কংগ্রেস! ‘নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করেননি’ গুজরাত দাঙ্গার পরে মোদী সম্পর্কে সরাসরি এই মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী এখন রোগশয্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০৩:৪৮
Share:

নরেন্দ্র মোদীর রথ থামাতে এ বার অটলবিহারী বাজপেয়ীর বক্তব্যকে হাতিয়ার করল কংগ্রেস!

Advertisement

‘নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করেননি’ গুজরাত দাঙ্গার পরে মোদী সম্পর্কে সরাসরি এই মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী এখন রোগশয্যায়। কিন্তু মোদী-রথ থামাতে তাঁর ছবি ও গুজরাত দাঙ্গার পরে করা মন্তব্য খুঁজে পাওয়া যাচ্ছে কংগ্রেসের ওয়েবসাইটে। যা নিয়ে কংগ্রেস-বিজেপি দুই শিবিরের অন্দরে চাপানউতোরের সৃষ্টি হয়েছে।

এআইসিসির ওয়েবসাইটে এখন দেখা যাচ্ছে বাজপেয়ীর মুখের ছবি। উপরে লেখা, ‘একটু ভাবুন।’ রয়েছে ২০০২-এ গুজরাত দাঙ্গা নিয়ে বাজপেয়ীর সেই মন্তব্য, “শ্রী মোদী নে রাজধর্ম পালন নেহি কিয়া।” এর সঙ্গেই কংগ্রেসের সাইটে লেখা, “অটলবিহারী বাজপেয়ী যাঁকে মুখ্যমন্ত্রী পদের যোগ্য ভাবতেন না, আপনি কি দেশের ভাগ্য সেই ব্যক্তির হাতে ছাড়তে পারবেন?” এর সঙ্গেই একটি নিবন্ধে মানালিতে করা বাজপেয়ীর সেই মন্তব্যটি তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, “কিছু লোক ওঁকে পদ থেকে হটাতে চান। আমারও তেমনই মত।” কংগ্রেসের দাবি, বাজপেয়ী মনে করতেন, মোদীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দলকে খেসারত দিতে হবে।

Advertisement

মোদীকে ঠেকাতে বাজপেয়ীকে ব্যবহারের এই কৌশলে ক্ষুব্ধ বিজেপি। দলের নেতা রবিশঙ্কর প্রসাদের মন্তব্য, “কংগ্রেস চিরকাল বাজপেয়ীর নিন্দা করে এসেছে। অথচ নিজেদের ওয়েবসাইটে তারা এখন তাঁকেই মহান নেতা আখ্যা দিচ্ছে!” যার জবাবে কংগ্রেস নেতা শাকিল আহমেদ বলেন, “আমরা চিরকাল মতাদর্শগত ভাবে বাজপেয়ীর বিরোধিতা করে এসেছি। কিন্তু বাজপেয়ীও যে ভাবে মোদীকে

নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাকেই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন