মোদীর বিরুদ্ধে পোস্ট নিয়ে আসরে কংগ্রেস

ফেসবুকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে পড়া যুবকের হয়ে আসরে নামল কংগ্রেস ও আম আদমি পার্টি। আজ গোয়া পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান দু’দলের কর্মী-সমর্থকরা। নেতৃত্ব দেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ সমীর কালেকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৪ ০৩:০৫
Share:

ফেসবুকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে পড়া যুবকের হয়ে আসরে নামল কংগ্রেস ও আম আদমি পার্টি। আজ গোয়া পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান দু’দলের কর্মী-সমর্থকরা। নেতৃত্ব দেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ সমীর কালেকর।

Advertisement

মোদী প্রধানমন্ত্রী হলে দক্ষিণ গোয়ায় খ্রিস্টানরা তাঁদের পরিচয় হারাবেন বলে মন্তব্য করেছিলেন দেবু চোড়ানকর। গোয়ার বাসিন্দা দেবু মুম্বইয়ের একটি জাহাজ সংস্থার কর্মী। এই পোস্ট নিয়ে পুলিশে অভিযোগ করেন বিজেপি নেতা ও শিল্পপতি অতুল পাই কানে। তাঁর দাবি, মোদী প্রধানমন্ত্রী হলে গণহত্যা হতে পারে বলেও দেবু মন্তব্য করেছিলেন। পরে তা মুছে দেন তিনি। দেবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, জনপ্রতিনিধিত্ব আইন ও তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ করেছে গোয়া পুলিশ। তাদের অভিযোগ, দেবুর ওই পোস্ট গোয়ায় উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্রের অঙ্গ। আদালত দেবুর জামিন বাতিল করেছে। তিনি বেপাত্তা বলে দাবি পুলিশের।

আজ গোয়া পুলিশের ডিজি টি মোহনের সঙ্গে দেখা করতে চান সমীর কালেকরের নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা। সেই অনুমতি দেয়নি পুলিশ। পরে পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। কালেকরের দাবি, দেবুকে হেনস্থা করছে বিজেপি শাসিত গোয়ার পুলিশ। পুলিশ দেবুর ল্যাপটপ পরীক্ষা করতে চায়। কালেকরের মতে, পোস্ট করার দু’মাস বাদে কেবল ফেসবুক দেখা ছাড়া অন্য তথ্য ল্যাপটপ থেকে পাওয়া যাবে না।

Advertisement

তবে এই বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি বলে দাবি করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। তাঁর বক্তব্য, “পুলিশ যে কোনও অভিযোগ নিতে বাধ্য বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সুপরিচিত নাগরিক অভিযোগ করেছেন। অভিযুক্ত জামিনও পাননি। এ থেকেই প্রমাণ হয় অভিযোগে অমূলক নয়।” দেবুর কৌঁসুলি যতীন নাইক জানান, তাঁরা বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে জামিনের আর্জি জানিয়েছেন। মঙ্গলবার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement