রাখির দিনে ভাই ফিরে পেল ৫ বছর আগে হারিয়ে যাওয়া বোনকে। অজমেরের এক স্থানীয় মেলা থেকে অপহরণ করা হয়েছিল ছোট মমতাকে। ওই শিশুদের দিয়ে ভিক্ষা করাত পাচারকারীরা। এই মাসের প্রথম দিকে মমতার সঙ্গে আরও তিন শিশুকে উদ্ধার করা হয়। খবরের কাগজে মেয়ের নাম দেখেই বাড়ির লোক যোগাযোগ করে। শিশু কল্যাণ দফতরের পক্ষ থেকে শনিবার মমতাকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।