রুশদি নিয়ে ভুল স্বীকার

অসহিষ্ণুতা নিয়ে এখন বিজেপিকে বিপাকে ফেলতে ব্যস্ত কংগ্রেস। তার মধ্যেই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম স্বীকার করলেন, রাজীব গাঁধী জমানায় সলমন রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা ভুল হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০৩:৩২
Share:

অসহিষ্ণুতা নিয়ে এখন বিজেপিকে বিপাকে ফেলতে ব্যস্ত কংগ্রেস। তার মধ্যেই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম স্বীকার করলেন, রাজীব গাঁধী জমানায় সলমন রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা ভুল হয়েছিল। ১৯৮৮ সালে রুশদির বইটি নিষিদ্ধ হওয়ার সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিদম্বরম। মুখ খুলতে এত সময় কেন লাগল? চিদম্বরমের জবাব, ‘‘আমাকে তখন প্রশ্ন করলেও এই কথাই বলতাম।’’ আর জরুরি অবস্থা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, ‘‘ইন্দিরা গাঁধী নিজেই বলেছিলেন, জরুরি অবস্থা জারি করা ভুল হয়েছিল। ১৯৮০ সালের ভোট প্রচারেই তিনি জানান, ক্ষমতায় এলে আর কখনওই জরুরি অবস্থা জারি করবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন