এক সদ্যোজাতকে বিক্রি করার অভিযোগ উঠল নার্সিংহোমের ডিরেক্টর তথা এক ডাক্তারের বিরুদ্ধে। ওই সদ্যোজাতের মায়ের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের ডিরেক্টর উপেন্দ্র কুমার কুযওয়াহর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজারিবাগের বাসিন্দা, সুনীতা দেবী সাত মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে জানায়, তাঁর মৃত সন্তান জন্মেছে। ডাক্তারদের কথা শুনে মৃত সন্তানকে না দেখেই সুনীতা দেবী বাড়ি ফিরে আসেন।
সাতমাস আগে সুনীতাদেবীকে যে স্বাস্থ্যকর্মী প্রসবের জন্য নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন, তিনি গত কাল সুনীতাদেবীকে জানান, তাঁর পুত্র জীবিতই ছিল। নার্সিংহোমের ডাক্তাররা তাঁকে মিথ্যা কথা বলেছিল। সুনীতাদেবী বাড়ি চলে আসার পরে ওই শিশুকে ১ লক্ষ ১০ হাজার টাকায় বিক্রি করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এই কথা শুনে সুনীতাদেবী, তাঁর স্বামী ও কয়েকজন ওই নার্সিংহোমে গিয়ে হামলা করেন বলে অভিযোগ। নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করায় তারা হাজারিবাগ সদর থানায় গিয়ে নার্সিংহোমের ডিরেক্টর উপেন্দ্র কুমার কুশওয়াহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও উপেন্দ্র কুমার এই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশ্ন উঠেছে সুনীতাদেবীই বা কেন নার্সিংহোমের ডাক্তারদের কথা শুনে বাড়ি চলে গেলেন? কেন মৃত সন্তানকে দেখতে চাইলেন না তিনি? সুনীতাদেবী জানান, তাঁর মৃত বাচ্চা হয়েছে খবর শুনে মন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মৃত সন্তানের মুখ আর দেখতে চাননি তিনি।