শিশু মৃত্যু ঘিরে অবরোধ

দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘিরে শিলচরের শহরতলি, মেহেরপুরে আজ উত্তেজনা ছড়ায়। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দেরিতে পৌঁছনোর অভিযোগে পঞ্চায়েত প্রধানকে নিগৃহীত হতে হয়। শেষ পর্যন্ত লাঠি চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৭
Share:

দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘিরে শিলচরের শহরতলি, মেহেরপুরে আজ উত্তেজনা ছড়ায়। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দেরিতে পৌঁছনোর অভিযোগে পঞ্চায়েত প্রধানকে নিগৃহীত হতে হয়। শেষ পর্যন্ত লাঠি চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সকাল ছ’টা নাগাদ ছ’বছরের শিশু আসিফ আহমদ লস্কর মাদ্রাসায় পড়তে যাচ্ছিল। সেই সময় মেহেরপুর বটেরতলে রাস্তার গর্তে পড়ে টাল সামলাতে পারেনি একটি ট্রাক। আসিফকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দ্রুত রাস্তা সংস্কার, নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং বেআইনি ভাবে লরি চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসী ওই সড়কে অবরোধ গড়ে তোলে। বেলা এগারোটা
নাগাদ সেখানে যান অতিরিক্ত জেলাশাসক সীমান্তকুমার দাস। তিনি তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের ব্যাপারে কথা দিলেও ক্ষতিপূরণ নিয়ে কোনও আশ্বাস দিতে পারেননি।
সেই সময় সেখানে পৌঁছন মেহেরপুরের পঞ্চায়েত প্রধান দেবাশিস রায়। দেরিতে পৌঁছনোর অভিযোগে একদল উত্তেজিত জনতা তাকে পেটাতে শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপরই দেবাশিসবাবুর অনুগামীরা একই জায়গায়, পাল্টা অবরোধে বসে পড়ে। তাদের দাবি, পঞ্চায়েত সভাপতির উপর যারা হামলা করল, তাদের গ্রেফতার করতে হবে। পুলিশ সুপার রাজবীর সিংহ সেখানে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। তিনি হামলার তদন্তের আশ্বাস দেন। পুলিশের পক্ষ থেকে আসিফের বাবার হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় ৫ হাজার টাকা। পুলিশ সুপার জানিয়েছেন, ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালক পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement