স্টেপল্ড ভিসাকে স্বীকৃতির আর্জি

চিনের দেওয়া ‘স্টেপল্ড ভিসা’কে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে অরুণাচল সরকার। চলতি বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক পাসাং দোর্জি সোনার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নাবাম টুকি জানান, ২০০৮ সালে চিন প্রথম অরুণাচল ও জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য ভারতীয় পাসপোর্টে ‘স্টেপল্ড ভিসা’ দেওয়া চালু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০৩:০২
Share:

চিনের দেওয়া ‘স্টেপল্ড ভিসা’কে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে অরুণাচল সরকার। চলতি বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক পাসাং দোর্জি সোনার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নাবাম টুকি জানান, ২০০৮ সালে চিন প্রথম অরুণাচল ও জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য ভারতীয় পাসপোর্টে ‘স্টেপল্ড ভিসা’ দেওয়া চালু করে। কিন্তু কেন্দ্র ২০০৯ সালে জানায়, ওই ভিসা স্বীকৃত নয়। ভারতীয়দের সাধারণ ভিসা দিতে হবে। জটিলতায় পড়ে গত বছর অরুণাচলের ক্রীড়াবিদরা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। টুকি বলেন, ‘‘আমরা মনেপ্রাণে ভারতীয়। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভিসা সংক্রান্ত জটিলতা কাটাতে আমরা কেন্দ্রকে বারবার অনুরোধ করেছি।’’ সোনা বলেন, ‘‘চিন যখন স্টেপল্ড ভিসা দিচ্ছেই, তখন তা নিয়ে এই রাজ্যের লোক কেন সে দেশে যেতে পারবেন না!’’ বিরোধী দলনেতা বিজেপির বিধায়ক টামিয়ো টাগা বলেন, ‘‘চিন অরুণাচলকে কূটনৈতিক দর কষাকষির বোরে হিসেবে ব্যবহার করছে। যা রাজ্যের পক্ষে অপমানজনক। তবে, এ নিয়ে চিনকে চাপ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement