হাইলাকান্দি এস এস কলেজের চূড়ান্ত পর্যায়ের ছাত্র সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। আজ ওই নির্বাচনের কথা ছিল। ৮ অক্টোবর প্রথম পর্বের নির্বাচনে ৪১ জন ছাত্রপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
এ দিন ওই ছাত্র প্রতিনিধিরা মিলে ছাত্র সংসদের ১৭ জন কর্মকর্তা নির্বাচিত করতেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা কলেজের নির্দিষ্ট কক্ষে হাজির না হওয়ায় নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়। ফের কবে ছাত্র সংসদ গঠনের জন্য নির্বাচন করা হবে তা চূড়ান্ত করা হয়নি। কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বলেন, ‘‘ছাত্র প্রতিনিধিরা না আসায় সংসদ গঠন করা সম্ভব হয়নি।’’