সংস্কৃত সপ্তাহে আপত্তি জয়ার

স্কুলে স্কুলে ‘সংস্কৃত সপ্তাহ’ পালন নিয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। সংস্কৃতের পরিবর্তে প্রতিটি রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে ‘শাস্ত্রীয় ভাষা সপ্তাহ’ পালনেই বরং আগ্রহী তিনি। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে পাঠানো নির্দেশিকায় আগামী ৭-১৩ অগস্ট দেশের সব ক’টি রাজ্যে, এমনকী জেলা স্তরেও প্রতিটি স্কুলে সংস্কৃত সপ্তাহ পালনের কথা বলা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ০২:৪৭
Share:

স্কুলে স্কুলে ‘সংস্কৃত সপ্তাহ’ পালন নিয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। সংস্কৃতের পরিবর্তে প্রতিটি রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে ‘শাস্ত্রীয় ভাষা সপ্তাহ’ পালনেই বরং আগ্রহী তিনি।

Advertisement

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে পাঠানো নির্দেশিকায় আগামী ৭-১৩ অগস্ট দেশের সব ক’টি রাজ্যে, এমনকী জেলা স্তরেও প্রতিটি স্কুলে সংস্কৃত সপ্তাহ পালনের কথা বলা হয়েছিল। তদারকির ভার দেওয়া হয়েছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি একজামিনেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং ন্যাশনাল কাউন্সিল অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র হাতে। সেই প্রস্তাবের বিরোধিতায় এ দিন প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন জয়ললিতা। জানান, তামিলনাড়ুর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই রাজ্য সাক্ষী থেকেছে শক্তিশালী ভাষা আন্দোলনের। সরকারি ভাবে তামিলনাড়ুতে ‘সংস্কৃত সপ্তাহ’ পালন তাই যথাযথ নয়।

প্রধানমন্ত্রীর কাছে জয়ললিতার অনুরোধ, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের ওই নির্দেশিকা পরিবর্তনের নির্দেশ দেওয়া হোক। রাজ্যগুলিকে সেই ক্ষমতা দেওয়া হোক যাতে নিজস্ব সাংস্কৃতিক এবং ভাষাগত ঐতিহ্যের ভিত্তিতে ভাষা সপ্তাহ উদ্যাপন করতে পারে তারা।

Advertisement

এর আগে স্যোশাল মিডিয়ায় ও সরকারি কাজে হিন্দি ভাষাকে গুরুত্ব দিতে মোদী সরকারের সিদ্ধান্তেরও বিরোধিতা করেন জয়ললিতা। বিতর্কিত বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি তোলেন বিরোধী দলের অনেক নেতাই। শেষ পর্যন্ত সরকার জানায় সব ভাষাকেই গুরুত্ব দিতে হবে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল অন্য বিতর্ক। তামিলনাড়ুতে বিজেপি শরিক এমডিএমকে এবং পিএমকে-ও ‘সংস্কৃত সপ্তাহ’ পালনের প্রস্তাবের বিরোধিতা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন