প্রথমে www.voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘ফিল এনুমারেশন ফর্ম’ লেখা বোতামে ক্লিক করতে হবে। এর পর ফোন নম্বর, ওটিপি দিয়ে সাইন আপ বা লগইন। নির্দিষ্ট জায়গায় নিজের রাজ্য এবং ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। বিএলও ফর্ম জমা করে থাকলে তা এখানেই দেখাবে। না হলে নতুন ফর্ম খুলে যাবে। ভোটারদের থেকে ফর্ম সংগ্রহ করে বিএলওদের সেগুলি ৪ ডিসেম্বরের মধ্যে কমিশনের পোর্টালে আপলোড করতে হবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।