জেলে ঢুকছেন কি না, জানা যাবে বুধবারই। ২০০২ সালে তাঁর গাড়ির তলায় পড়ে মারা যান এক ফুটপাথবাসী, গুরুতর জখম হন আরও চার জন। অনিচ্ছাকৃত খুনের সেই মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা সলমন খান। সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আপিল করেছিলেন সলমন। এত দিন জামিনে মুক্ত ছিলেন। বুধবার রায় দেবে আদালত।