চিঙ্কারা শিকার করার দু’টি মামলায় সলমন খানকে বেকসুর ঘোষণা করার দু’দিন পরে তাঁর জিপচালক হরিশ দুলানি সংবাদমাধ্যমের কাছে দাবি করলেন, ১৮ বছর আগে সলমনের বিরুদ্ধে যে বয়ান তিনি দিয়েছিলেন, সেই বয়ানেই অনড় থাকছেন। তাঁর দাবি, সলমনই গাড়ি থেকে নেমে গুলি করে হত্যা করেছিলেন চিঙ্কারা। হরিশের অভিযোগ, বারবার ভয় দেখানোয় তিনি জোধপুরে এক আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিলেন। নিরাপত্তা পেলেই তিনি বিবৃতি দিতেন বলেও দাবি করেন হরিশ।