হাসপাতালের দেওয়াল ভরল কার্টুন ছবিতে

অসুস্থ বাচ্চাদের ইঞ্জেকশন বা স্যালাইন দেওয়ার সময় ব্যথা ভোলাতে করিমগঞ্জ সরকারি হাসপাতালের শিশু-বিভাগের দেওয়ালে মিকি মাউস, ডোনাল্ড ডাক, ছোটা ভীমের ছবি আঁকালেন জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০৩:১৭
Share:

দেওয়ালের ক্যানভাসে। করিমগঞ্জ সরকারি হাসপাতালের শিশু বিভাগে। ছবি: শীর্ষেন্দু সী।

অসুস্থ বাচ্চাদের ইঞ্জেকশন বা স্যালাইন দেওয়ার সময় ব্যথা ভোলাতে করিমগঞ্জ সরকারি হাসপাতালের শিশু-বিভাগের দেওয়ালে মিকি মাউস, ডোনাল্ড ডাক, ছোটা ভীমের ছবি আঁকালেন জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়া।

Advertisement

সে কাজের তদারকি করতে হাসপাতালে হাজির হলেন খোদ সঞ্জীববাবুই। গত কাল তিনি সংশ্লিষ্ট বিভাগ ঘুরে দেখেন। কথা বলেন অভিভাবকের সঙ্গে। জেলাশাসক বলেন, ‘‘দেওয়ালের ছবিগুলি দেখে শিশুরা আনন্দ পাবে।’’ তাঁর কথায়, ‘‘এ দেশে অনেক বেসরকারি হাসপাতালে শিশু বিভাগের দেওয়ালে এ রকম ছবি আঁকা হয়।’’ জেলাশাসক জানিয়েছেন, করিমগঞ্জের কয়েক জন শিল্পী ছবিগুলি এঁকেছেন। শুধুমাত্র রং কেনার খরচ তিনি দিয়েছেন।

করিমগঞ্জ সরকারি হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে জেলাশাসক বলেন, ‘‘শহরের কয়েক জন ব্যবসায়ী হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র ও দু’টি বাতানুকূল যন্ত্র দিয়েছেন। আর্থিক ভাবে কিছুটা স্বচ্ছল রোগীরা সেই দু’টি ঘরে থাকতে পারবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement