হজে পদপিষ্ট হয়ে করিমগঞ্জ জেলার আরও একজনের মৃত্যুর খবর এল। হজ কমিটি সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তির নাম আব্দুস সালাম। বাড়ি বাজাড়িছড়ার কুর্তি গ্রামের বাঘন এলাকায়। এর আগে করিমগঞ্জ জেলার পাতিলয়ালা গ্রামের হারফিজ আলির মৃত্যুর খবর আসে। মিনায় দুর্ঘটনার পর থেকেই কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ছিলেন আব্দুস সালামের। অবশেষে পদপিষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে বলে হজ কমিটি নিশ্চিত ভাবে জানিয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।