হঠাৎ অসুস্থ হয়ে প্রণব হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর একটি ধমনীতে একটি ‘ব্লক’ পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে ওই ধমনীতে রক্তপ্রবাহ স্বাভাবিক করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, প্রণববাবু আপাতত সুস্থ। তবে দু’দিন তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের আইসিইউ-য়ে পর্যবেক্ষণে রাখা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৪ ০২:০৩
Share:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর একটি ধমনীতে একটি ‘ব্লক’ পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে ওই ধমনীতে রক্তপ্রবাহ স্বাভাবিক করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, প্রণববাবু আপাতত সুস্থ। তবে দু’দিন তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের আইসিইউ-য়ে পর্যবেক্ষণে রাখা হবে।

Advertisement

চিকিৎসকরা বারণ করলেও প্রতি শনিবারই উপবাস করেন প্রণববাবু। আজ দুপুর ২টো নাগাদ অফিস থেকে রাষ্ট্রপতি ভবনের ‘ফ্যামিলি উইং’-এ যাওয়ার সময়ে হঠাৎ মাথা ঘুরে যায় তাঁর। বুকে চাপও অনুভব করেন। এডিসি-রা ধরে ফেলেন। রাষ্ট্রপতি ভবনের চিকিৎসক মহসিন আলি পরীক্ষা করে জানান, প্রণববাবুর অম্বল হয়েছে। ওষুধও দেওয়া হয়। বরাবরই দিল্লির ওই সেনা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেন প্রণববাবু। তাই সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেও তাঁকে পরীক্ষা করেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চার-পাঁচ মাস আগে প্রণববাবুর স্ত্রী শুভ্রাদেবীরও প্রায় একই রকম সমস্যা হয়েছিল। প্রথমে অম্বল মনে হলেও পরে দেখা যায়, হৃদ্যন্ত্রের সমস্যা। দু’বার বাইপাস সার্জারি করেন বিশেজ্ঞ চিকিৎসক নরেশ ত্রেহান। এখন শুভ্রাদেবী অনেকটাই সুস্থ। প্রণববাবুরও একই রকম লক্ষণ দেখে চিকিৎসকরা আর ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দেশের নানা প্রান্তে গিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে ১১ ডিসেম্বর নৈশভোজেও যোগ দিয়েছেন। অনেকের মতে, ৭৯ বছর বয়সি রাষ্ট্রপতির হয়তো এত ধকল সহ্য হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement