প্রতীকী চিত্র।
বাড়িতে জলের পাইপ নানা কারণে বন্ধ হয়ে যেতে পারে। তার ফলে কলের মিস্ত্রির জন্য খরচ করতে হয় একগাদা টাকা। তবে সারা বছর কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে সমস্যার সমাধান হতে পারে।
১) বেসিন বা বাথটব থেকে জল বেরোনোর পথটি অনেক সময় আটকে যায়। তখন অনেকেই অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করেন। এর ফলে ক্রমে পাইপের মধ্যে মরচে ধরে। শেষমেশ পাইপ খারাপ হয়ে গিয়ে আরও বিপত্তি বাড়ে। সারা বছর পাইপের জল বেরোনোর পথটি যেন কোনও কারণে বন্ধ না হয়, তা খেয়াল রাখলেই সমস্যা মিটবে।
২) কমোডে টয়লেট পেপার বা জৈব বর্জ্য ছাড়া অন্য কিছু ফেলা উচিত নয়। কিন্তু অনেক সময়েই বাড়িতে নানা আবর্জনা প্যানে ফেলে ফ্লাশ করা হয়। তার ফলে নিকাশি ব্যাবস্থায় সমস্যা তৈরি হয় এবং জল ঠিক মতো বেরোতে পারে না।
৩) কোনও পাইপ থেকে টপ টপ করে জল পড়ে চলে সব সময়েই। অনেকেই বিষয়টিকে আমল দেন না। কিন্তু কোনও ধরনের লিকেজকে অবহেলা করা উচিত নয়। অন্যথায় এক সময়ে জলের চাপে পাইপ ফেটে যেতে পারে।
৪) বেসিনের কলে জলের তোড় ভাল থাকলেও সেখানে কোনও আবর্জনা ফেলা উচিত নয়। বিশেষ করে, সব্জির খোসা বা ছোট প্লাস্টিকের টুকরো বেসিন থেকে পাইপে প্রবেশ করে মাঝপথে আটকে থাকতে পারে। তার ফলে সময়ের সঙ্গে সেখান দিয়ে আর জল বেরোতে পারে না।
৫) কলের প্যাঁচ অনেক সময়েই জোরে চেপে বন্ধ করা হয়। তার ফলে সাময়িক ভাবে জল পড়া বন্ধ হয়। কিন্তু দীর্ঘ দিন এই অভ্যাসে প্যাঁচ কেটে যেতে পারে। ফলে জল পড়া তখন বন্ধ করাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মিস্ত্রী ছাড়া তখন তা মেরামত করা যায় না।