শীতে লম্বা সময়ের জন্য এসি বন্ধ করার আগে কী কী করা জরুরি? ছবি: সংগৃহীত।
ঠান্ডার মরসুম আসতেই প্রয়োজন ফুরোয় এসির, বিশেষত বাড়িতে। মোটামুটি ৩-৪ মাস টানা এসির দরকার হয় না। এদিকে, গরমের সময় ফের এসির সুইচ চালালেই তা যে চলবে বা ঘর ঠিক ভাবে ঠান্ডা হবে, তা নিশ্চিত ভাবে বলা যায় কি?
দীর্ঘ দিন বন্ধ থাকার পর হঠাৎ করে এসি চালাতে গেলে বিপত্তি হতে পারে। সেটি যেমন না চলতে পারে, তেমনই আবার গ্যাস লিক হলে বা রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও তার আলগা হয়ে থাকলে বা ছিঁড়ে গেলে বিপদের ঝুঁকি থেকেই যায়। দীর্ঘ সময় ব্যবহার না করলে যেমন পাখার ব্লেডে পুরু ধুলোর স্তর জমে, এসির ক্ষেত্রেও সমস্যা তেমনই। অনেকটা সময় ব্যবহার না করার ফলে এসির ভিতরে বা বাইরের অংশে ধুলো-ময়লা জমতে থাকে। সে সব পরিষ্কার না করলে যন্ত্রটির কাজ করার সময়েও অসুবিধা হওয়া স্বাভাবিক।
ফলে শুধু এসির সুইচ বন্ধই যথেষ্ট নয়, এসি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বলছেন, শীতের মরসুমে প্রকৃত অর্থেই এসি বন্ধ করার প্রয়োজন।
১। গরমের দিনে এসি সার্ভিসিং বা এসি পরিষ্কার করা নিয়ে সকলে যতটা উৎসাহী হন, শীতের দিনে নয়। তবে যন্ত্রটি ভাল রাখতে হলে এসির ফিল্টারটি শীতের মরসুমেই পরিষ্কার করা প্রয়োজন। এসি বন্ধ থাকলেও তার মধ্যে ধুলো জমবেই। তাই শীতের শুরুতেই সেটি ভাল করে পরিষ্কার করিয়ে নেওয়া দরকার।
২। এসির আউটডোর ইউনিট বা বাইরের অংশটিও কম নোংরা হয় না। অনেকে এসি ফিল্টার পরিষ্কার নিজে করলে বা লোক দিয়ে করালেও সব সময় বাইরের অংশটি পরিষ্কার করেন না। এর ভিতরেও ধুলো-ময়লা জমে। এসি বন্ধ থাকলে ধুলো আরও বেশি করে জমবে। তাই আগেই খুব ভাল করে তা পরিষ্কার করিয়ে নেওয়া প্রয়োজন।
৩। এসির জল বেরোনোর পাইপটিও অনেকসময় মাকড়সা ঢুকে জাল বোনে। অন্য পোকামাকড় ঢুকে যায়। ফলে গরমে লম্বা সময় ব্যবহারের পরে জল বার হওয়ার পাইপটিও পরিষ্কারর করা দরকার হয়।
৪। শীতের মরসুম শুরুর আগে খুব ভাল করে এসির সমস্ত অংশ পরিষ্কারের পর, প্লাগটি খুলে রাখুন। সুইচ বন্ধ করা মানে শুধু রিমোটের বোতাম বন্ধ করা নয় বা প্লাগের পাশে থাকা সুইচ বন্ধ নয়।বরং প্লাগ খুলে রাখাই ভাল। শর্ট সার্কিটের ভয় থাকবে না। ভাল হয়, এসির ঘরের ভিতরের ইউনিট বা অংশটি কভার দিয়ে ঢেকে রাখলে। এতে ধুলো-ময়লা কম জমবে, এসিটি পরিষ্কার থাকবে।
৫। রিমোটের ব্যাটারি খুলে রাখুন। দীর্ঘদিন ব্যাটারি রিমোটে থাকলে সেটি লিক হয়ে যন্ত্রের ক্ষতি করতে পারে।
এই ভাবে শীতের মরসুমের শুরুতেই এসিটি পরিষ্কার করে সুইচ বন্ধ করে রাখলে, গরমের মরসুমে চালালেও সমস্যা হবে না। তবে আরও ভাল হয়, যদি গরম পড়ার ঠিক আগে আরও একবার এসির ফিল্টার পরিষ্কার করা হয়। চিকিৎসকেরা বার বার সাবধান করছেন, এসির মধ্যে থাকা ধুলো হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে।তাই স্বাস্থ্যের খেয়াল রাখতে হলেও নিয়ম করে ধুলো পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। এতে যন্ত্রটিও ভাল থাকবে।