হ্যাক-ফ্রি পাসওয়ার্ড তৈরি করার ছটি উপায়

কী ভাবে তৈরি করবেন হ্যাকার-মুক্ত পাসওয়ার্ড। পাসওয়ার্ড তৈরি করার সময় অত ভাববেন না। এলোমেলোভাবে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড যত এলোমেলো হবে ততই ভাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৯
Share:

ছবি: গেটি ইমেজেস।

তোতা একটি কর্পোরেট সংস্থায় উচ্চপদে কর্মরত। টেক স্যাভি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে নিত্য নতুন আপডেট না দিলে কিছু একটা করা হল না বলে মনে হয় তার। কিন্তু ইমেল, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড নিয়ে চিন্তায় পড়েছে তোতা। যদি হ্যাকাররা হানা দিয়ে তথ্য চুরি করে নেয় তার অ্যাকাউন্ট থেকে, তা হলে কী হবে? চিন্তায় চিন্তায় ঘুম আসছে না তোতার। তোতার মতো এই সমস্যায় পড়েন অনেকেই। আসুন জেনে নিই কী ভাবে তৈরি করবেন হ্যাকার-মুক্ত পাসওয়ার্ড।

Advertisement

পাসওয়ার্ড তৈরি করার সময় অত ভাববেন না। এলোমেলোভাবে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড যত এলোমেলো হবে ততই ভাল।

Advertisement

লম্বা পাসওয়ার্ড বাছুন। অন্তত ১২টি ক্যারেক্টর নিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। নম্বর, স্পেশ্যাল ক্যারেক্টর, অক্ষর মিশিয়ে অভিনব পাসওয়ার্ড তৈরি করুন।

অনেকেই কিবোর্ডের কিগুলি পর পর টিপে পাসওয়ার্ড তৈরি করেন। তাঁরা ভাবেন ডান দিক থেকে বাঁদিকে এলোমেলো ভাবে কিগুলির সাহায্যে পাসওয়ার্ড তৈরি করবেন। এ ভাবে পাসওয়ার্ড বানালে সহজেই হ্যাকারদের খপ্পরে পড়বেন।

শুরুতে বা শেষে বিস্ময়সূচক চিহ্ন বা ক্যাপিটেল লেটার লিখবেন না।

ইমেলে না লিখে রেখে সাদা কাগজে লিখে রাখুন পাসওয়ার্ড।

নিয়মিত পাল্টান পাসওয়ার্ড। আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড তৈরি করবেন না।

এই ছ’টি উপায় মেনে চললেই হবে কেল্লাফতে। সহজে যে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়েবে না।

এই সংক্রান্ত আরও খবর...

• বিশ্বের আট ত্রাস সৃষ্টিকারী হ্যাকার

• যে পাসওয়ার্ডগুলো ব্রেক করা সবচেয়ে সহজ, আপনারটা নেই তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement