Glass Cleaning Tips

স্নানের জায়গা আলাদা করেছেন কাচ দিয়ে? ১ মিনিটে ১ চামচ উপকরণে তা পরিষ্কার করে নিন

স্নানঘরের কাচের দেওয়াল বা আড়ালে জলের ছিটে লেগে দাগ হয়ে যায়। সেই দাগ সব সময় ওঠেও না। কাচ ঘোলাটে দেখায়। তবে প্রতি দিন ১-২ মিনিট সময় দিলেই তা ঝকঝকে থাকবে পারে। জানুন সহজ কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:০১
Share:

স্নানঘরের কাচ ঝকঝকে রাখার উপায়। ছবি: সংগৃহীত।

আধুনিক স্নানঘর, কাচের আড়াল, শৌখিন টাইল্‌স— সবটাই অসুন্দর হয়ে উঠতে পারে, যদি তা অপরিচ্ছন্ন থাকে। স্বচ্ছ কাচের দেওয়ালে যদি জলের ছিটে পড়ে, সাবান, ময়লার দাগ হয়ে যায়, তা দৃশ্যত খারাপ দেখায়। মাসে এক বার পরিষ্কার করলে সেই দাগ তোলা কঠিন হয়ে যায়।

Advertisement

তবে এই সমস্যার সমাধান হতে পারে সহজেই। প্রতি দিনই কাচ ঝকঝকে দেখাবে সহজ কৌশল জানলে। স্নানের পর একটি মিনিট দিলেই কাজ হবে। লাগবে এক চামচ বাসন মাজার তরল সাবান।

স্নানঘরের কাচের দেওয়াল বা আড়ালে জলের ছিটে লাগে নিয়মিত। সাবানের ফেনা, জলের ময়লাও জমে যেতে পারে সেখানে, যদি না নিয়ম করে পরিষ্কার করা হয়। এ জন্য একটি পাত্রে গরম জল নিয়ে ১ টেবিল চামচ বাসন মাজার তরল সাবান গুলে নিন। সেটি স্প্রে বোতলে ভরে দিন। বোতলটি রাখুন স্নানঘরে। স্নান করে বেরোনোর সময় দিনে এক থেকে দু’বার সেটি কাচের উপর স্প্রে করে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নিন। কাচের উপর দিক থেকে নীচে জল ঝরিয়ে দিলেই চলবে। মাঝারি মাপের কাচের দেওয়াল হলেও মিনিটখানেকের বেশি সময় লাগার কথা নয়। নিয়মিত এ ভাবে তা পরিষ্কার করলে, জলের দাগ থাকবেই না। স্নানঘর সব সময় ঝকঝকে দেখাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement