Lifestyle News

ছিল জ্যাকেট, হয়ে গেল ব্যাগ! কী করে?

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। এক্কেবারে চোখের সামনে! এমন অদ্ভুত পরিবর্তন দেখে তাজ্জব বনে যাবেন আপনিও। হয়তো বেড়াতে গিয়েছেন। অথবা সকালে অফিসে বেড়িয়েছেন। একটু শীত শীত ভাব। জ্যাকেট পরে বেরোলেন বাড়ি থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২২
Share:

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। এক্কেবারে চোখের সামনে! এমন অদ্ভুত পরিবর্তন দেখে তাজ্জব বনে যাবেন আপনিও।

Advertisement

হয়তো বেড়াতে গিয়েছেন। অথবা সকালে অফিসে বেড়িয়েছেন। একটু শীত শীত ভাব। জ্যাকেট পরে বেরোলেন বাড়ি থেকে। কিন্তু একটু পরে রোদ উঠতেই গরম শুরু। জ্যাকট খুললেন, কিন্তু রাখবেন কোথায়? কুছ পরোয়া নেহি। হাতে ব্যাগ না থাকলেও ‘অদৃশ্য’ ব্যাগ আছে ওই জ্যাকেটের মধ্যেই।

জ্যাকেট-ই নিমেষে ভোল বদলে হয়ে যাবে পুরদস্তুর ব্যাগ

Advertisement

গরম লাগলে এই জ্যাকেটই ব্যাগ, আবার শীত লাগলে ব্যাগটাই হয়ে যাবে আস্ত জ্যাকেট। এই জ্যাকেট গায়ে থাকলে ব্যাগ ‘ক্যারি’ না করলেও ক্ষতি নেই। যতক্ষণ জ্যাকেট পরে থাকবেন ততক্ষণ দরকারি জিনিস রাখতে পারবেন জ্যাকেটের পকেটে। আবার জ্যাকেট খুলে ফেললে সমস্ত জিনিসই চালান হয়ে যাবে ব্যাগের মধ্যে। হ্যাঁ! এমনই মজার এই জ্যাকেট, থুড়ি ব্যাগ।

সব মিলিয়ে এর ছোট বড় হরেক মাপের পকেটে আঁটবে প্রায় ১৩০টি জিনিস। ১৫০ কেজি ওজন অবধি বহন করা যাবে এই ব্যাগে।

জ্যাকেটের মধ্যে এ ভাবেই নেওয়া যাবে দরকারি জিনিসও

একটি নাম করা অস্ট্রেলিয়ান কোম্পানির কর্মী অ্যান্ড্রিউ বেঙ্কে এবং ক্ল্যারি মরফি তৈরি করেছেন অভিনব এই ব্যাগ।

আরও পড়ুন: ব্রিটিশ আর আমেরিকান ইংরেজির এই ফারাকগুলো জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন