Exhibition in Kolkata

পেটে খিদে, তবু গড়ে চলেছেন শিল্প! পুরুলিয়ার আদিবাসীদের হাতের কাজ নিয়ে চলছে প্রদর্শনী

পুরুলিয়ার প্রান্তিক মানুষের হাতের তৈরি শিল্পের সম্ভার নিয়ে চলছে প্রদর্শনী। নাম ‘কলিকাতা স্প্রিং’। আয়োজনে পুরুলিয়ার সংস্থা ‘কারু’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১০:০৮
Share:

প্রদর্শনীর ঝলক। নিজস্ব চিত্র।

কলকাতায় বসন্ত এসেছিল,চলেও গিয়েছে। জায়গা করে দিয়েছে চৈত্র মাসকে। তবে এই চৈত্রের কলকাতায় নিউ টাউনের ‘ডাউন টাউন’ শপিংমলে যেন উঠে এসেছে এক চিলতে পুরুলিয়া।পুরুলিয়ার প্রান্তিক মানুষের হাতে তৈরি শিল্পের সম্ভার নিয়ে চলছে প্রদর্শনী। নাম ‘কলিকাতা স্প্রিং’। আয়োজনে ‘কারু’। পুরুলিয়ার প্রান্তিক মানুষের হাতে তৈরি শিল্পের সম্ভার নিয়ে হাজির রঞ্জিত ঝর্ণা কাঁসাই ইকো ফাউন্ডেশন। প্রদর্শনী শুরু হয়েছে ৬ এপ্রিল। চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

Advertisement

পুরুলিয়ার আদিবাসী মানুষের পেটে ভাত নেই, তা নিয়ে আফসোস নেই একমনে, যত্ন নিয়ে গড়ে তোলেন নানা শিল্প। নানা জনজাতির একসঙ্গে বাস। তবে ওঁদের ভাবনা এবং শিল্পে ফারাক আছে। পিতল দিয়ে, অ‍্যালুমিনিয়াম দিয়ে, সাবাই ঘাস, গালা দিয়ে তৈরি করেছেন প্রাত‍্যহিক জীবনের ব‍্যবহৃত নানা সামগ্রী। প্রদর্শনীতে থাকছে সেসব।।

এ ছাড়াও ঐতিহাসিক বিভিন্ন নকশা উঠে এসেছে রোজের ব‍্যবহৃত সামগ্রীতে। সৌজন‍্যে ‘কারু’। এই সংস্থা কাজ করে ভাস্কর্য নিয়ে। বিভিন্ন ধারার পাথর নিয়ে। পালযুগের বুদ্ধের বিবর্তন, ইতিহাসের দেব দেবীদের নানা আঙ্গিক নিয়ে রয়েছে এদের বিশেষ কাজ। প্রদর্শনীতে থাকছে সে সবও। এ ছাড়াও পুরনো দিনের খাবার চেখে দেখারও সুযোগ রয়েছে। কলকাতার এ কাল-সে কাল, ফ‍্যাশনের সংজ্ঞা নিয়ে এক বিশেষ আলোচনা চক্রও থাকছে। সেই আলোচনায় অংশ নেবেন মানবী বন্দ‍্যোপাধ‍্যায়, দেবারতি গুপ্ত, অনুরাধা বন্দ‍্যোপাধ‍্যায়, অমৃতা মুখোপাধ‍্যায় এবং কাবেরী গোস্বামী। ‘কারু’র কর্ণধার ঈশান পট্টনায়ক বলেন, ‘‘প্রদর্শনী সম্পর্কে যে ধারণা সকলের আছে ‘কলিকাতা স্প্রিং’ তার চেয়ে আলাদা। পুরনো কলকাতাকে নতুন ভাবনায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। অন্ধকারে থাকা শিল্পীদের সামনে আনার চেষ্টা করছি। প্রদর্শনীতে যা বিকিকিনি হবে, তা সরাসরি শিল্পীরাই পাবেন, অন্য কোনও মাধ্যমে বিশ্বাসী নয় 'কারু'।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন