Mystery

Bizarre: ১৫০ বছরের পুরনো বই কিনে আঁতকে উঠলেন মহিলা, ভিতর থেকে বেরিয়ে এল কাটা চুল

ইন্টারনেট থেকে বইটি কিনেছিলেন ক্রিশ্চিয়ানা ডায়ার নামক এক মহিলা। তার ভিতর থেকেই বেরিয়েছে সোনালি রঙের চুলের লম্বা কয়েকটি গাছা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৬:৪৪
Share:

দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করাই নেশা ওই মহিলার ছবি: সংগৃহীত

এ যেন ব্যোমকেশের বেণীসংহার গল্প থেকে উঠে আসা কোনও ‘ক্লু’। সম্প্রতি এক অনলাইন সংগ্রহশালা থেকে ১৮০০ শতকের একটি বই কিনেছিলেন এক মহিলা। কিন্তু চামড়ায় মোড়া বইটি খুলতেই যা বেরোল এক গোছা মাথার চুল!

Advertisement

দীর্ঘ দিন ধরেই ক্রিশ্চিয়ানা ডায়ারের নেশা দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা। কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলেই জানিয়েছেন তিনি। টিকটকে লক্ষাধিক অনুরাগী রয়েছে ডায়ারের। সেখানেই বইটির ভিডিয়ো প্রকাশ করে তিনি জানিয়েছেন, ইন্টারনেট থেকে বইটি কিনেছিলেন তিনি। কিন্তু তার ভিতর থেকেই বেরিয়েছে সোনালি রঙের চুলের লম্বা কয়েকটি গাছা।

ডায়ার জানিয়েছেন, বইয়ের ভিতরে ছিল কয়েকটি খাম। আর তাতেই ছিল চুলের গোছাগুলি। খামগুলির উপরে জুলিয়া বলে এক জনের নামও লেখা ছিল বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ডায়ারের প্রকাশ করা ভিডিয়োটি দেখেছেন ২১ লক্ষ মানুষ। কিন্তু ঠিক কেন বইয়ের মধ্যে লুকিয়ে রাখা ছিল চুল, তা নিয়ে নিশ্চিত নন কেউ-ই। ডায়ার অবশ্য জানিয়েছেন, নাম ধরে ওই চুলের মালিক বা মালকিনকে খুঁজে বার করতে চান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন