আইফোন-এসই আনছে অ্যাপল, দাম কিছুটা কম

অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের দিনের জন্য। কেন বলুন তো? আরে আজ তো ২১ মার্চ। তিনটি নতুন প্রডাক্ট আনতে চলেছে অ্যাপল। আইফোন-এসই, আপডেটে়ড আইপ্যাড ও আইপ্যাড এয়ার থ্রি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১১:৫৪
Share:

অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের দিনের জন্য। কেন বলুন তো? আরে আজ তো ২১ মার্চ। তিনটি নতুন প্রডাক্ট আনতে চলেছে অ্যাপল। আইফোন-এসই, আপডেটে়ড আইপ্যাড ও আইপ্যাড এয়ার থ্রি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিজেদের আপডেটেড ভার্সন লঞ্চ করে অ্যাপল। কিন্তু এ বার সেই প্রথা ভেঙে ছয় মাস আগেই নতুন প্রডাক্ট বাজারে আনছে তারা।

Advertisement

সেপ্টেম্বর মাসে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস বাজারে আসার আগেই আইফোন এসই নিয়ে উত্তেজনা এখন চরমে।

কী কী বৈশিষ্ট্য রয়েছে এই ফোন?

Advertisement

চার ইঞ্চি স্ক্রিন

৬৪-বিট এ৯ প্রসেসর

১২ মেগাপিক্সেল ক্যামেরা যা লাইভ ফোটো, এনএফসি ও অ্যাপল পে সাপোর্ট করবে।

তবে থ্রি জি টাচ ফিচার থাকছে না এই ফোনে।

অন্য দিকে ৯.৭ ইঞ্চি আইপ্যাডে রয়েছে:

চারটি স্পিকার

স্টাইলাস সাপোর্ট

অতিরিক্ত র‌্যাম ও দ্রুত প্রসেসর

১২৮ জিবি স্টোরেজ

৯.৭ ইঞ্চি আইপ্যাড এয়ার থ্রিতে থাকছে আইপ্যাড প্রো-র মতো অ্যাপল পেন্সিল ও স্মার্ট কিবোর্ড। এক সপ্তাহ পর থেকেই বাজারে পাওয়া যাবে এই তিন নতুন প্রডাক্ট। তবে শুধু অ্যাপলপ্রেমীদের হাতে নয়, এ বার আপনার হাতেও শোভা পেতে পারে অ্যাপল আইফোন। শোনা যাচ্ছে এই নতুন আইফোনর দাম নাকি অনেকটাই আয়ত্তের মধ্যে।

আরও পড়ুন: এসে গেল ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন