Fashion

Cannes: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতাল জামদানী শাড়িতে, সৌজন্যে এই অভিনেত্রী

কানের রেড কার্পেটে শাড়ি এর আগেও অনেকে পরেছেন। কিন্তু খাঁটি বাংলার শাড়ি এই প্রথম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৩:৩৩
Share:

কানের রেড কার্পেটে জামদানী পরে আজমেরি। ছবি: সংগৃহিত

কান চলচ্চিত্র উৎসবে ভারতীয়রা কী করে যাচ্ছেন, তা নিয়ে কৌতূহল বরাবরই। দীপিকা পাড়ুকোন কী পরলেন, সোনম কপূর কী পরলেন, রিচা চড্ডা কী পরলেন, প্রত্যেকবারই তা নিয়ে শোরগোল পড়ে যায় ফ্যাশন-মহলে। এঁদের অনেকেই এর আগেও শাড়ি পরে হেঁটেছেন রেড কার্পেটে। কেউ মণীশ মলহোত্রের শাড়িতে আবার কেউ সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে। কিন্তু খাস বাংলা জামদানী শাড়ি এই প্রথন শোভা পেল কানে। সৌজন্যে বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক।

Advertisement

আরঙ্গ নামে এক ব্র্যান্ডের মসলিন জামদানী শাড়ি পরেছিলেন আজমেরি। নজর কেড়েছে তাঁর ব্লাউজও। নানা রকম পাথর দিয়ে কারুকাজ করা তাঁর ব্লাউজ দারুণ মানিয়েছে হালকা রঙের শাড়ির সঙ্গে। মেকআপ ঘন করে কাজল পরেছিলেন অভিনেত্রী, বাকি সাজ ছিমছাম।

এই প্রথম কোনও বাংলাদেশি ছবি বাছাই করা হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ‘রেহানা মারিয়াম নুর’ নামে ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আজমেরি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন