Abhishek Bachchan

দুবাইয়ে অভিষেক-ঐশ্বর্যার ৫৪ কোটির ভিলার চোখ ধাঁধানো ইন্টিরিয়র

আরাধ্যার প্রথম জন্মদিনে ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন তাকে উপহার দিয়েছিলেন বিএমডব্লু। সালটা ছিল ২০১২। তার পরের বছর তাঁদের এক মাত্র কন্যার জন্মদিনে আরও বড় চমক দেন বচ্চন দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ১১:৩৮
Share:

আরাধ্যার প্রথম জন্মদিনে ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন তাকে উপহার দিয়েছিলেন বিএমডব্লু। সালটা ছিল ২০১২। তার পরের বছর তাঁদের এক মাত্র কন্যার জন্মদিনে আরও বড় চমক দেন বচ্চন দম্পতি। মেয়ের জন্মদিনে উপহার হিসাবে কেনেন জুমেইরা গল্ফ এস্টেটে দুবাই স্যাংচুয়ারি ফলসের ৫৪ কোটি টাকার প্রাসাদ। সে সময় আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য ও অভিষেক দেখেও এসেছিলেন তাঁদের ‘রাজপ্রাসাদ’র কাজকর্ম। সূত্রের খবর, ২০১৬-র জুন-জুলাইয়ের মধ্যে ভিলার সমস্ত ইন্টিরিয়রের কাজ শেষ হয়েছে। তবে এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল প্রাসাদের চোখ ধাধানো ইন্টিরিয়রের ছবি। একই সঙ্গে জেনে নিন দুবাই স্যাংচুয়ারি ফলসের ভিলা নিয়ে কিছু অবাক করা তথ্য।

Advertisement

আরও খবর- এই ছবিগুলো সত্যি! ফটোশপের কেরামতি নয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement