ছবি : সংগৃহীত।
ফল খেলে যেমন উপকার, তেমনই ফলের রস বা শাঁস ত্বকে লাগালেও যে উপকার হতে পারে, তা রূপচর্চা শিল্পীরাই বলেন। যার জন্য ত্বকের পরিচর্যায় ফ্রুট ফেসিয়াল জনপ্রিয়। পেঁপে, কলা, টম্যাটো, এমনকি, আম দিয়েও ফেসপ্যাক বানাচ্ছেন অনেকে। তেমনই আপেল দিয়েও বানাতে পারেন ফেসপ্যাক। যার ত্বকের ধরণ যেমন, সেই অনুযায়ী বেছে নিন কী কী দেবেন আপেলের সঙ্গে।
আর্দ্রতা চাইলে
আপেল টুকরো করে কেটে বেটে নিন। তার সঙ্গে মেশান ২ চা চামচ দুধ ও ১ চা চামচ ওটসের গুঁড়ো। ভাল ভাবে মিশিয়ে ওই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রাখতে হবে। আপেলের এই ফেসপ্যাক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে, মৃত কোষ দূর করবে, ত্বকের দাগছোপও তুলে দেবে। ত্বক বেশি শুষ্ক হলে এই ফেস প্যাক লাগানোর পরে ভাল সিরাম বা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নেবেন।
ব্রণ-ফুস্কুড়ির সমস্যায়
একটি গোটা আপেল মিক্সারে বেটে নিন, এ বার একটি গোটা শসা থেঁতো করে রস বার করে নিন। আপেলের সঙ্গে শসার রস মিশিয়ে সেই মিশ্রণ ভাল করে মুখে, গলায়, দুই হাতে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ব্রণ-ফুস্কুড়ির সমস্যা থেকে রেহাই দেবে, ত্বকের জ্বালা ভাব কমাবে। অকালে বলিরেখা পড়তে দেবে না।
মৃতকোষ মুক্ত করতে
একটা গোটা আপেল থেঁতো করে তার সঙ্গে মেশান এক চামচ টক দই ও এক চামচ লেবুর রস। সব উপকরণ ভাল করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে তার পর ধুয়ে নিন। আপেলের এনজ়াইমের সঙ্গে দইয়ের ল্যাকটিন ও লেবুর রস মিশে ত্বককে মৃত কোষ মুক্ত করবে। ত্বক নরম হবে। ফিরবে জেল্লা।