open pores remedy

কমলা লেবুর খোসার মতো দেখতে লাগছে মুখের ত্বক? তিন উপায়ে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন

এই ধরনের সমস্যায় বেশি ভোগেন তাঁরা, যাঁদের তৈলাক্ত ত্বকের সমস্যা রয়েছে। রোমকূপে তৈলাক্ত ভাব ময়লা টেনে নেয়। সেই ময়লা জমেই ওই সমস্যা তৈরি হয়। আবার অনেকের বয়সের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:২২
Share:

ছবি : সংগৃহীত।

মুখের ত্বকে পোরস বা লোমকূপের মুখ যদি স্পষ্ট দেখা যায়, তবে সেই সমস্যাকে বলা হয় ওপেন পোরস। এই ধরনের সমস্যায় ত্বক দেখতে লাগে অনেকটা কমলালেবুর খোসার মতো।

Advertisement

এই ধরনের সমস্যায় বেশি ভোগেন তাঁরা, যাঁদের তৈলাক্ত ত্বকের সমস্যা রয়েছে। রোমকূপে তৈলাক্ত ভাব ময়লা টেনে নেয়। সেই ময়লা জমেই ওই সমস্যা তৈরি হয়। আবার অনেকের বয়সের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে পারলে এবং আরও কয়েকটি বিশেষ পদ্ধতিতে লোমকূপ বন্ধ করে টানটান ত্বক পাওয়া সম্ভব। কয়েকটি ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে দেখতে পারেন।

১. বরফ

Advertisement

বরফ লোমকূপের মুখ বন্ধ করতে সাহায্য করে এবং ত্বককে টানটান করে।

ব্যবহার: একটি পরিষ্কার কাপড়ে বা রুমাল দিয়ে বরফের টুকরো মুড়ে নিন। এবার এটি মুখের খোলা পোরসের জায়গাগুলোতে, বিশেষ করে নাক ও গালে আলতো করে ম্যাসাজ করুন। ত্বক পরিষ্কার করার পরে এটি ব্যবহার করতে পারেন।

২. ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। যা ত্বককে টানটান করে এবং অতিরিক্ত তেল দূর করে।

ব্যবহার: একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগান। প্রায় ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩. মুলতানি মাটি

মুলতানি মাটি তৈলাক্ত ত্বক এবং ওপেন পোরসের জন্য খুবই উপকারী, কারণ এটি অতিরিক্ত তেল শুষে নেয় এবং পোরস পরিষ্কারও করে।

ব্যবহার: ১ চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মতো গোলাপ জল বা সাধারণ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এটি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement