Guava for Skin

শুধু স্বাস্থ্য ভাল রাখা নয়, পেয়ারা দিয়ে বয়সও কমান, ৩ ফেসপ্যাকে ফিরবে লাবণ্য

পেয়ারা ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির পাশাপাশি ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে। তাই শীতে পেয়ারা খাবেন তো বটেই। তার সঙ্গে পেয়ারা গাছের ফল এবং পাতা দিয়ে করতে পারেন রূপচর্চাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৬
Share:

ছবি : সংগৃহীত।

পেয়ারা কেবল সুস্বাদু ফলই নয়, এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং পটাশিয়াম। যা ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির পাশাপাশি ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে। তাই শীতে পেয়ারা খাবেন তো বটেই। তার সঙ্গে পেয়ারা গাছের ফল এবং পাতা দিয়ে করতে পারেন রূপচর্চাও।

Advertisement

১. ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে

পেয়ারায় থাকা ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

Advertisement

উপকরণ: ১টি পাকা পেয়ারা এবং ১ টেবিল চামচ মধু।

ব্যবহার: পেয়ারা ও মধু মিশিয়ে মুখে এবং গলায় মেখে ২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন করলে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

২. তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য

পেয়ারা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়।অতিরিক্ত তেল কমাতেও সাহায্য করে।

উপকরণ: কয়েকটি কচি পেয়ারা পাতা এবং কয়েক ফোঁটা লেবুর রস।

ব্যবহার: পেয়ারা পাতা বেটে পেস্ট তৈরি করুন। এতে লেবুর রস মিশিয়ে শুধু ব্রণের ওপর বা পুরো মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এটি ব্রণ কমাতে খুব কার্যকর।

৩. বয়সের ছাপ কমাতে

পেয়ারা ত্বককে টানটান রাখে এবং ওটমিল মরা কোষ দূর করে ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।

উপকরণ: পেয়ারা পেস্ট এবং ১ চামচ গুঁড়ো করা ওটমিল।

ব্যবহার: এই মিশ্রণটি দিয়ে মুখে ৫ মিনিট স্ক্রাব করুন এবং আরও ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ হবে এবং অকাল বলিরেখা রোধ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement