banana facepack for winter

শীতে কলা দিয়ে ত্বকের পরিচর্যা করুন, তিন উপায়ে ত্বক হবে নরম, মসৃণ এবং ব্রণমুক্ত!

শীতকাল সময়টাই এমন যে, ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। ত্বককে নরম, মসৃণ এবং ব্রণমুক্ত রাখতে কলা দিয়ে তৈরি তিনটি ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫
Share:

ছবি : সংগৃহীত।

শীতে ত্বকের যত্ন নিতে কী করবেন? ক্রিম-সানস্ক্রিন তো রয়েছেই। হয়তো রাতে শুতে যাওয়ার আগে নিয়ম করে নাইটক্রিমও মাখছেন। কিন্তু তাতেও কি সকালে উঠে ঝকঝকে নরম ত্বক পাচ্ছেন? শীতকাল সময়টাই এমন যে, ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। ত্বককে নরম, মসৃণ এবং ব্রণমুক্ত রাখতে কলা দিয়ে তৈরি তিনটি ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। তাতে ত্বক যেমন আর্দ্রতা পাবে প্রাকৃতিক ভাবে, তেমনই প্রয়োজনীয় পুষ্টিরও জোগান পাবে।

Advertisement

১. নরম ও মসৃণ ত্বকের জন্য

উপকরণ: ১/২টি পাকা কলা, ১ চা চামচ মধু, ১/২ চা চামচ নারকেল তেল বা অলিভ অয়েল

Advertisement

প্রণালী: একটি পাত্রে চটকানো কলা, মধু এবং তেল ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখ ও গলায় লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর সামান্য উষ্ণ বা ঠান্ডা জল দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন।

উপকারিতা: এই প্যাকটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, যা শীতকালের রুক্ষতা দূর করতে কার্যকর। কলা ত্বককে আর্দ্রতা যোগায়। তেল এবং মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বককে নরম ও কোমল করে তোলে।

২. ব্রণমুক্ত ও উজ্জ্বল ত্বকের জন্য

উপকরণ: ১/২টি পাকা কলা, ১/৩ কাপ টক দই বা ১ চামচ টক দই, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো প্রণালী: কলা, টক দই এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

উপকারিতা: হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ কমাতে সাহায্য করে। টক দই ত্বককে মৃতকোষমুক্ত করে এবং কলায় থাকা ভিটামিন ত্বককে মসৃণ ও দাগমুক্ত করে। ফলে ত্বক হয় ব্রণমুক্ত এবং উজ্জ্বল।

৩. আর্দ্রতা ও সতেজ ত্বক পাওয়ার জন্য

উপকরণ: ১/২টি পাকা কলা, ১ টেবিল চামচ গোলাপজল, ১ চা চামচ অ্যালোভেরা জেল

প্রণালী: চটকানো কলার সাথে গোলাপজল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই প্যাকটি ১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

উপকারিতা: ত্বকের শুষ্কতা কমিয়ে একটি সতেজ ও প্রাণবন্ত ভাব এনে দেয় এই ফেস প্যাক। কলা ও অ্যালোভেরা ত্বককে আর্দ্রতা জোগায়। গোলাপজল ত্বককে সতেজ ও শান্ত রাখে। সংবেদনশীল ত্বকেও এই প্যাক ব্যবহার করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement