ছবি : সংগৃহীত।
চুলের জন্য নানা ধরনের মাস্ক ব্যবহার করেন অনেকেই। কেউ বা ব্যবহার করেন সিরাম এবং কন্ডিশনার। দোকান থেকে কিনে আনা রাসায়নিক দেওয়া সেই সব প্রসাধনী ব্যবহার করতে না চাইলে চুলের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করতে পারেন ডাবের জল।
এই পদ্ধতিটি সেরাম বা মাস্ক মাখার মতোই সহজ। শুধু এক কাপ ডাবের জল থাকলেই চলবে। ডাবে রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার। যা চুলকে নরম রাখতে সাহায্য করে। পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে। চুল পড়া কমায়। নতুন চুল গজাতে সাহায্য করে। কিন্তু চুলে ডাবের জল ব্যবহার করবেন কী ভাবে? তিনটি সহজ উপায় জেনে নিন।
ডাবের জল দিয়ে চুলের কন্ডিশনিং
প্রথমে চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি বাটিতে পরিমাণ মতো ডাবের জল নিন। এবার শ্যাম্পু করা ভেজা চুলে ডাবের জল দিয়ে ধুয়ে নিন। কিছু ক্ষণ রাখুন এবং হালকা হাতে মাসাজ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম ও ঝলমলে হবে।
ডাবের জল ও অ্যালোভেরা জেল হেয়ার মাস্ক
একটি বাটিতে ৪-৫ চামচ ডাবের জল, ২ চামচ অ্যালোভেরা জেল এবং ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক চুলকে পুষ্টি জোগায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। চুল লম্বাও হয় এই মাস্কে।
ডাবের জল ও লেবুর রসের হেয়ার টনিক
অতিরিক্ত তেল বা খুশকির সমস্যা থাকলে এই পদ্ধতিটি কাজে লাগবে। একটি স্প্রে বোতলে ১ কাপ ডাবের জল ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণটি সরাসরি মাথার ত্বকে স্প্রে করুন। ৫-১০ মিনিট পর শুধু জল দিয়ে চুল ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে খুশকি কমবে এবং মাথার ত্বক পরিষ্কার থাকবে। ফলে চুলে হবে ঝলমলে এবং নরম।