সবুজ মাস্ক মাখলেই কি মুখের জেল্লা ফিরবে? কী দিয়ে তৈরি হয় এটি? ছবি: ফ্রিপিক।
দিনভর ব্যস্ততা। সালোঁয় যাওয়ার সময় নেই। ত্বকের পরিচর্যা হচ্ছে না? এ নিয়ে বেশি না ভেবে ঘরোয়া উপকরণেই বানিয়ে নিন মাস্ক। ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে, পুষ্টি জোগাতে সবুজ সব্জি থেকে ফল দিয়েই রূপচর্চা করতে পারেন।
পুদিনা এবং শসা: তৈলাক্ত মুখে র্যাশ, ব্রণ সাধারণ সমস্যা। রোদে বেরোলেও জ্বালা দিতে পারে মুখে? এমন মুখে মেখে ফেলুন পুদিনা এবং শসার মাস্ক। জ্বালাপোড়া ভাব নিমেষে কমবে। একমুঠো পুদিনা পাতা এবং আধখানা শসা ধুয়ে বেটে নিন বা মিক্সারে ঘুরিয় নিন। মিশ্রণটি মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অনুজ্জ্বল ত্বকেও দীপ্তি ফিরবে এতে।
গ্রিন টি এবং চালের গুঁড়ির মাস্ক: গ্রিন টি ব্যাগ উষ্ণ জলে ভিজিয়ে নিন। সেই জল ঠান্ডা হলে চালের গুঁড়ি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। সেটি মুখ ধুয়ে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা হাতে মাসাজ করে মুখ ধুয়ে নিন। চালের গুঁড়ে মুখে জমা মৃত কোষের পরত ঝরিয়ে জেল্লা ফেরাবে। বলিরেখা দূর করতে সাহায্য করবে গ্রিন টি। এতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট জেল্লা ফেরাবে।
অ্যাভোকাডো: পুষ্টিগুণের জন্য ধীরে ধীরে এ দেশেও অ্যাভোকাডোর কদর বৃদ্ধি পাচ্ছে। ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর অন্যান্য ফলের তুলনায় দামি হলেও, এটি উপকারী। ত্বকের জন্যও। ফল থেকে এক চামচ শাঁস নিয়ে মুখে মেখে ১০ মিনিট রাখলেই হবে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড রুক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাবে।