জামাইষষ্ঠীতে পাটভাঙা শাড়ি পরে বাপেরবাড়ি যাবেন? নায়িকাদের মতো খোঁপাও করে নিতে পারেন। ছবি: আনন্দবাজার ডট কম
অফিসের পার্টি হোক বা জামাইষষ্ঠী কিংবা পারিবারিক খাওয়া-দাওয়ার কোনও অনুষ্ঠান, যেতে হবে সেজেগুজেই। পোশাক অনুযায়ী সেই সাজও হতে হবে মানানসই। সাজের অন্যতম অঙ্গ হল কেশসজ্জা। শাড়ি হোক বা সালোয়ার কিংবা লেহঙ্গা— এমন পোশাকের সঙ্গে চটজলদি কোন কেশসজ্জা করা যায়, ভাবনা তা নিয়ে। সমস্যা বেশি বড় চুলে। কোমর ছাপানো চুল হলে তা বেঁধে না খুলে রাখবেন, তা নিয়ে ভাবনার অন্ত থাকে না। গরমের দিনে চুল খুলে গেলে ঘেমে-নেয়ে একাকার হওয়ার জোগাড় হয়। আবার সব সময় টান করে বাঁধলেও, পোশাকের সঙ্গে মানানসই হয় না। তা ছাড়া সকলের পক্ষে বেশি কায়দা করে চুল বাঁধাও সম্ভব হয় না। তা হলে কী ভাবে এ সমস্যার সমাধান হবে?
খোঁপা
গরমে হাত খোঁপা বেঁধে ফুল লাগিয়ে দিলেও ভাল লাগবে। ছবি: আনন্দবাজার ডট কম।
জামাইষষ্ঠী গরমেই হয়। পাটভাঙা শাড়ি পরে বাপের বা়ড়ি যাবেন, ঠিক করে না সাজলে হয়! গরমের দিনে বিয়েবাড়ি হোক বা ঘরোয়া কোনও অনু্ষ্ঠান, শাড়ি পড়ুন বা চুড়িদার, তার সঙ্গে কিন্তু মানানসই হতে পারে খোঁপা। শৌখিন খোঁপা করতে পারেন না? চিন্তা নেই, সাধারণ হাতখোঁপাই যথেষ্ট। তবে মুখের গড়ন অনুযায়ী ঠিক করে নিন চুলের সামনের অংশটি খানিকটা ফাঁপিয়ে নেবেন, না কি মাঝে সিঁথি করে চুল টান করে বেঁধে খোঁপা করবেন। খোঁপা হয়ে গেলে জুঁই বা বেল ফুলের মালা দিয়ে তাতে বেড় দিন। চাইলে গোলাপ বা সাদা কোনও ফুল দিয়েও খোঁপা ঢাকতে পারেন। কিম্বা বড় কোনও ফুল খোঁপার এক পাশে গুঁজে দিলেও মন্দ লাগবে না।
এক পাশে সিঁথি করে ঢেউখেলানো কেশসজ্জা
লম্বা চুলে এক পাশে সিঁথি করেও কেশসজ্জা ভাল লাগে। প্রথমে চুল ভাল করে আঁচ়ড়ে এক পাশে সিঁথি করে নিন। অন্য পাশের সমস্ত চুল কাঁধের একপাশে এনে ববি পিনের সাহায্যে আটকে দিন। এ বার এক পাশে চুলে আসা সমস্ত চুলে অল্প অল্প করে নিয়ে স্ট্রেটনার অথবা কার্লারের সাহায্যে ঢেউ খেলান। তা না করতে চাইলে লম্বা লম্বা করে চুল ভাগ করে হাতের সাহায্যে রোল করে নিন। সেটিং স্প্রে দিন। তার পর আঙুলের সাহায্যে রোল হালকা হাতে খুলে দিন। এতেও কিছুটা ঢেউ খেলানো ভাব থাকবে।
অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা
চুলের কিছুটা, বেঁধে খুলে রাখলেও ভাল লাগবে। ছবি: সংগৃহীত।
শাড়ি, চুড়িদার, লেহঙ্গার সঙ্গে এমন কেশসজ্জাও হবে মানানসই। চুল ভাল করে আঁচড়ে মাঝখানে সিঁথি করে নিন। চুলের উপরের কিছু অংশ নিয়ে পিছন দিক থেকে পনি টেলের মতো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। এ বার ওই বাঁধা অংশের চুলটাই রাবার ব্যান্ডের ভিতর দিয়ে উল্টো করে পাক খাইয়ে নিন। কপালের উপরের চুলটি চিরুনির সাহায্যে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে নিন। চাইলে কার্লার যন্ত্রের সাহায্যে চুলের ছাড়া অংশটি হালকা ঢেউ খেলিয়ে নিতে পারেন।