5 Step Hair Care

নিয়ম করে সালোঁয় যেতে না পারলেও চুল থাকবে মসৃণ ও সুন্দর, শিখে নিন ৫ ধাপে কেশচর্চার পন্থা

তেল, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও চুলের হাল ফিরছে না? নিয়ম করে সালোঁয় যাওয়াও হয় না। নতুন বছরে কেশচর্চার ৫ পন্থা বেছে নিন। চুল থাকবে মসৃণ, জটমুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৯
Share:

ধাপে ধাপে চুলের যত্ন নিন। শিখে নিন কৌশল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শ্যাম্পু-কন্ডিশনার মাখছেন। মাঝেমধ্যে সালোঁয় গিয়ে স্পা-ও করাচ্ছেন। তবু চুল যেন যে কে সেই! রুক্ষ, নিষ্প্রাণ। খুলে রাখলে‌ই জট পড়ে যায়। স্পা করালে চুল নরম হয় ঠিকই, কিন্তু তা বেশি দিন থাকে না। একবার বদলে দেখুন কেশচর্চার ধরন।

Advertisement

ইদানীং অনেকেই জাপানি-কোরিয়ানদের মতো রূপচর্চা, কেশচর্চায় উৎসাহী। তাঁদের মতো ধাপে ধাপে চুলের যত্ন নিতে পারেন। মাসখানেক নিয়ম মেনে কাজ করলে, চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল।

প্রথম ধাপ: সঠিক কৌশলে, আলতো চাপে মাথার ত্বকে মাসাজ করুন। বিশেষত শ্যাম্পু করার আগে। প্রতি দিনই অবশ্য এই ধাপ অনুসরণ করা যেতে পারে। আঙুলের সাহায্যে যেমন মাসাজ হতে পারে, তেমনই নরম দাঁড়ার স্ক্যাল্প মাসাজারও ব্যবহার করতে পারেন।সঠিক কৌশলে ২-৫ মিনিট মাসাজ করলেই মাথার ত্বকে বৃদ্ধি পাবে রক্ত সঞ্চলন। চুলের গোড়া মজবুত করতে হলে এই ধাপটি খুব জরুরি।

Advertisement

দ্বিতীয় ধাপ: স্নানের আগে হালকা কোনও তেল মাখুন। মাথার ত্বক থেকে চুলে যেন সেই প্রলেপ পড়ে। এতে চুল মসৃণ থাকে। তবে বেশি চটচটে তেল ব্যবহার না করাই ভাল, না হলে ধুলো-ময়লা জমবে। ভাল হয়, মাথার আগে তেল হালকা গরম করে মাখলে। তেল মাখার পরে মাথায় কয়েক মিনিট রাখাই যথেষ্ট। তার পরে ঈষদুষ্ণ জল দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। চাইলে শ্যাম্পুও করতে পারেন। তবে শ্যাম্পু করার সময় চুলের গোড়ার ময়লা, ফেনা যেন ভাল করে পরিষ্কার করা হয়, দেখতে হবে।

তৃতীয় ধাপ: চুল কিন্তু ভঙ্গুর। তাই ভিজে চুলে তোয়ালে পেঁচিয়ে জল বার করতে গেলে বা তোয়ালের ঝাপটায় জল ঝারতে হলে, চুল ভেঙে যাবেই। তাই মাথা মুছুন নরম তোয়ালে দিয়ে।হালকা করে চুল মুছে নিন। তার পর কিছুক্ষণ তোয়ালে আলগা করে মাথায় জড়িয়ে রাখুন, যাতে চুলের জল তোয়ালে টেনে নিতে পারে।

চতুর্থ ধাপ: খোলা হাওয়ায় চুল শুকোনোই ভাল। কিন্তু বাইরে যাওয়ার তাড়াহুড়ো থাকলে ব্লো ড্রাই করতে হয়। এতে যে চুল নষ্ট হয় তা নয়। চুলের ক্ষতি করে অতিরিক্ত তাপ। সুতরাং গরম হাওয়া বার হয় এমন যন্ত্র এড়িয়ে, কম তাপে, বেশি হাওয়ায় চুল শুকোয় এমন ব্লো ড্রায়ার বেছে নিন।

পঞ্চম ধাপ: চাল ভেজানো জল দিয়েও চুল ধুতে পারেন। প্রতি দিন এটি করতে হবে, এমন নয়। সপ্তাহে একদিনই যথেষ্ট। শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহারের পর চাল ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিন। মিনিট পাঁচেক রেখে আবার জল দিয়ে ধুয়ে নিন। এতে চুল পুষ্টি পাবে। নরম, মসৃণ হবে। চট করে জট পড়বে না।

সালোঁয় গিয়ে স্পা করালে বা প্রয়োজনমতো চুলের চিকিৎসা করালে চুল অবশ্যই ভাল থাকে। তবে যদি রাসায়নিকের ব্যবহার এড়াতে চান, তা হলে বাড়িতেও এই ভাবে ধাপে ধাপে কেশচর্চা করতে পারেন। মাসে একবার স্পা করালেই চুল ভাল থাকে না। বরং নিয়মিত যত্নেই চুলে জেল্লা ফেরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement