চা দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক! স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বক হবে তরতাজা!

বর্ষায় ত্বকে নানা ধরনের জীবাণু ঘটিত সমস্যা দেখা দেয়। ব্রণ, ফুস্কুড়ির সমস্যা বাড়ে। তৈলাক্ত ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২০:৩৯
Share:

ছবি : সংগৃহীত।

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ গ্রিন টি ত্বকের জন্য ভাল। চাইলে তা সরাসরি ত্বকে ব্যবহারও করা যায়। বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে নানা ধরনের জীবাণু ঘটিত সমস্যা দেখা দেয়। ব্রণ, ফুস্কুড়ির সমস্যা বাড়ে। তৈলাক্ত ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। সেই সব সমস্যার সমাধান হতে পারে গ্রিন টি।

Advertisement

গ্রিন টি দিয়ে ফেস মাস্ক কী ভাবে বানাবেন?

১. গ্রিন টি তৈরি করুন:

Advertisement

প্রথমে আধ কাপ জল ফুটিয়ে তাতে এক চা চামচ গ্রিন টিয়ের পাতা দিয়ে ফোটান মিনিট পাঁচেক। তার পরে আঁচ থেকে সরিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন।

২. মাস্ক প্রস্তুত করুন:

এ বার ওই চায়ের জলের সঙ্গে মধু কিংবা লেবুর রস অথবা দই অথবা মুলতানি মাটি মিশিয়ে নিন ভাল করে।

৩. কার্যকারিতা:

লেবুর রস দিলে তা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে। মধু এবং দই তাঁদের কাজে লাগবে, যাঁদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা মুলতানি মাটি ব্যবহার করতে পারেন।

৪. ব্যবহার:

মুখ জল দিয় ভাল করে পরিষ্কার করে মুছে নিন। এবার চোখের চারপাশটুকু এড়িয়ে মুখের বাকি অংশে মাস্কটি লাগান। ১৫ মিনিট ওই মাস্ক মুখে লাগিয়ে বিশ্রাম করুন। এতে কাজ হবে আরও ভাল।

৫. ধুয়ে ফেলুন:

হালকা গরম জল দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন এবং মুখ মুছে নিয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। তবে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement