Bhagyashree's Tips for Glowing Skin

ত্বকে প্রাণবন্ত ভাব ফেরাবেন কী ভাবে? রহস্য জানিয়ে ভাগ্যশ্রী বললেন, ‘নববধূর মতো দেখাবে’!

ভাগ্যশ্রী জানাচ্ছেন, ওই পানীয় নিয়মিত পান করলে এই দুই সমস্যা তো মিটবেই, তা ছাড়াও ত্বক দূষণমূক্ত হবে। ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ত্বকে যে দাগ ছোপ পড়ে তা হালকা হবে। এ ছাড়া ত্বকের তারুণ্য ধরে রাখার কোলাজেনও বাড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ২০:২৫
Share:

ছবি : সংগৃহীত।

তাঁকে দেখলে এখনও সদ্য চল্লিশ পেরনো যুবতী মনে হয়। অথচ সে বয়স ১৬ বছর আগে পেরিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। এখন তিনি ষাটের কাছাকাছি। এই বয়সেও তাঁর চেহারা, তাঁর ত্বকের জেল্লা দেখে অবাক হন ভক্তেরা। মাঝে মধ্যেই নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম পেজে নিজের শরীরচর্চা এবং ত্বকের পরিচর্যার রুটিন ভাগ করে নেন ভাগ্যশ্রী। সম্প্রতি তেমনই আরও একটি পরামর্শ দিলেন অভিনেত্রী। ত্বকের প্রাণবন্ত ভাব বজায় রাখার জন্য একটি বিশেষ পানীয় সেবন করতে বললেন তিনি।

Advertisement

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই ত্বকের টান টান ভাব চলে যায়। ত্বকের ঔজ্জ্বল্যও নষ্ট হয়ে যায়। ভাগ্যশ্রী জানাচ্ছেন, ওই পানীয় নিয়মিত পান করলে এই দুই সমস্যা তো মিটবেই, তা ছাড়াও ত্বক দূষণমূক্ত হবে। ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ত্বকে যে দাগ ছোপ পড়ে তা হালকা হবে। এ ছাড়া ত্বকের তারুণ্য ধরে রাখার কোলাজেনও বাড়বে।

ভাগ্যশ্রী অবশ্য এই পানীয়ের গুণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘এই পানীয় রোজ সেবন করলে ত্বক নববধূর মতো প্রাণবন্ত আর জেল্লাদার হয়ে উঠবে।

Advertisement

কী ভাবে বানাবেন ওই পানীয়?

ভাগ্যশ্রী জানাচ্ছেন, ওই পানীয় বানানো খুবই সহজ। ১/৩ কাপ ঈষদোষ্ণ জলে ১০-১২টি জাফরানের পরাগ ভিজিয়ে দিন। মিনিট ১৫ ভিজিয়ে রাখলেই জলের রং বদলাবে ওই জল প্রতিদিন সকালে পান করলেই পাবেন উপকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement