Alia Bhatt’s Skincare Routine

সকালে ঘুম থেকে উঠেই ত্বকের পরিচর্যা শুরু করেন আলিয়া! নায়িকার জেল্লার রহস্য কী?

মেকআপ না করলেও আলিয়ার ত্বকের জেল্লা কিন্তু চোখে পড়ার মতো। এর পিছনে স্বাস্থ্যকর ডায়েট, শরীরচর্চা এবং নিয়মিত ত্বকের যত্নের অবদানও অনেকটাই। এ ছাড়াও আলিয়া ত্বকের পরিচর্যা শুরু করেন সকাল থেকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭
Share:

সকাল সকাল কী ভাবে ত্বকের যত্ন নেন আলিয়া? ছবি: সংগৃহীত।

মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে ভয় পান না তিনি। ‘হাইওয়ে’, কখনও ‘উড়তা পঞ্জাব’, আবার কখনও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট— আলিয়া ভট্ট অবলীলায় ক্যামেরার সামনে এসেছেন মেকআপ ছাড়াই। মেকআপ না করলেও অভিনেত্রীর ত্বকের জেল্লা কিন্তু চোখে পড়ার মতো। এর পিছনে স্বাস্থ্যকর ডায়েট, শরীরচর্চা এবং নিয়মিত ত্বকের যত্নের অবদানও অনেকটাই।

Advertisement

আলিয়া ত্বকের পরিচর্যা শুরু করেন সকাল থেকেই। ঘুম থেকে ওঠার পর কাজে বেরোনোর আগে ৮টি পদ্ধতি মেনে ত্বকের যত্ন নেন তিনি।

ক্লিনজ়িং: ঘুম থেকে উঠেই সবার আগে ফেসওয়াশ দিয়ে মুখের ধূলোময়লা, তেল, ঘাম ভাল করে মুছে ফেলেন তিনি। এ ক্ষেত্রে ফোম-ফ্রি, মাইল্ড ক্লিনজ়ার ব্যবহার করেন তিনি। মুখ পরিষ্কার করার পর শুরু হয় মাসাজের পালা। আলিয়ার মতে, মাসাজার দিয়ে ত্বক মালিশ করলে ত্বক কোমল, টানটান থাকে।

Advertisement

হাইড্রেটিং: এর পরে ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য নায়িকা ব্যবহার করেন টোনিং মিস্ট। তবে এই মিস্টে যেন কোনও প্রকার অ্যালকোহল না থাকে, সে দিকে নজর রাখেন তিনি।

আন্ডারআই ক্রিম: সকালে ঘুম থেকে উঠে চোখের ফোলা ভাব দূর করার জন্য আন্ডারআই ক্রিম ব্যবহার করেন তিনি। আলিয়ার মতে, ভাল আন্ডারআই ক্রিম চোখের তলার কালচে ছোপ আর রুক্ষতা দূর করার জন্য জরুরি।

আলিয়া ত্বকের পরিচর্যা শুরু করেন সকাল থেকেই। ছবি: সংগৃহীত।

নিয়াসিনামাইড: নিয়াসিনামাইড বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বককে ধূলোবলি ও দূষণ থেকে রক্ষা করে, ত্বক আর্দ্র রাখে এবং ত্বকের কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। নায়িকা নিয়ম করে ত্বকে নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করেন। আলিয়া বলেন, কেবল মুখে নয়, ঘাড় আর হাতেও এই প্রসাধনী ব্যবহার করেন তিনি।

ক্যাফিন সলিউশন ড্রপ: আলিয়া মুখে ক্যাফিন সলিউশন ড্রপ ব্যবহার করেন। আলিয়া বলেন, “আপনি এটি বাদ দিতে পারেন। আমি এটি ব্যবহার করি কারণ, এই সলিউশনটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চোখের নিচের ফোলা ভাব কমায়। আর এই সলিউশনটি আমার চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে।”

ময়েশ্চারাইজ়ার: আলিয়া আর্দ্রতা ধরে রাখার জন্য সিরামাইডযুক্ত একটি হালকা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন। তিনি একটি হালকা ফর্মুলা বেছে নেন, কারণ তিনি ত্বককে ভারী অনুভূতি ছাড়াই পুষ্ট রাখতে বিশ্বাস করেন।

সানস্ক্রিন: আলিয়া সানস্ক্রিন ব্যবহার না করে বাড়ি থেকে বেরোন না। তিনি এসপিএফ ৫০ যুক্ত একটি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করেন। সানস্ক্রিনের ক্ষেত্রে তিনি কোনও কার্পণ্য করেন না। সানস্ক্রিন ত্বককে ইউভি রশ্মির ক্ষতি, অকালবার্ধক্য, ত্বকের অসম রং এবং পিগমেন্টেশন থেকে রক্ষা করতে সাহায্য করে।

লিপ বাম: আলিয়া ঠোঁটকেও অবহেলা করেন না। ঠোঁট নরম, আর্দ্র রাখতে এবং শুষ্কতা বা ফাটা ভাব প্রতিরোধ করতে তিনি পেপটাইডযুক্ত লিপ বাম ব্যবহার করেন। আলিয়া বলেন, “পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি সব সময় আমার ব্যাগে একটি লিপ বাম রাখি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement