beard care tips

১০ মাস পর দাড়ি কাটলেন দেব, লম্বা দাড়ি রাখলে কী কী সমস্যা? যত্ন নেবেন কী ভাবে?

‘রঘু ডাকাত’ ছবির জন্য দীর্ঘ দিন দাড়ি রেখেছিলেন অভিনেতা দেব। লম্বা এবং ঘন দাড়ি এই মুহূর্তে ফ্যাশন হলেও, তার যত্নেরও প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৪:৪০
Share:

(বাঁ দিকে) চরিত্রের প্রয়োজনে দাড়ি রেখেছিলেন দেব। দাড়ি কাটার পর দেব (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

লম্বা এবং ঘন দাড়ি এখন পুরুষের ফ্যাশনের ক্ষেত্রে নতুন ট্রেন্ড। তবে দাড়ি রাখলেই হবে না। নিয়মিত তার যত্নও নিতে হবে। অন্যথায় ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। অভিনেতা দেব তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর জন্য লম্বা দাড়ি রেখেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনেতাকে প্রায় ১০ মাস সেই লম্বা দাড়ি রাখতে হয়েছে এবং যত্নও নিতে হয়েছে। শুটিং প্রায় শেষের দিকে। রবিবার দীর্ঘ দিনের ‘সঙ্গী’কে বিদায় জানিয়েছেন দেব। অভিনেতার নতুন লুক ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহও দেখা গিয়েছে।

Advertisement

এখন প্রশ্ন হল, যাঁরা দাড়ি রাখতে ইচ্ছুক, তাঁদের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। এই প্রসঙ্গে ত্বকের চিকিৎসক কৌশিক লাহিড়ি কয়েকটি সমস্যার দিকে ইঙ্গিত করলেন—

১) ঘন দাড়ি অনেক সময়েই গালের ত্বকে তেল এবং ঘাম জমতে সাহায্য করে। তার ফলে ত্বকে চুলকানি হতে পারে। যত্ন না নিলে কখনও কখনও ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। তার ফলে মাথার মতো দাড়িতেও খুশকি (সিবোরিক ডার্মাটাইটিস) দেখা দিতে পারে।

Advertisement

২) দাড়ি থেকে ত্বকের রোমকূম বন্ধ হয়ে যেতে পারে। তার ফলে ত্বকে ফুসকুড়ি হতে পারে।

৩) দীর্ঘ দিন দাড়ি না কাটলে বা না ছাঁটলে অনেক সময়েই রোমকূপ থেকে দাড়ি বাইরের দিকে না বেরিয়ে বিপরীতে প্রবেশ করতে পারে। তার ফলে দাড়ির গোড়ায় ইনফেকশন থেকে লোমফোঁড়া হতে পারে।

৪) দাড়ি অনেক সময়ে আর্দ্রতা এবং ঘাম জমতে সাহায্য করে। তার ফলে নিয়মিত দাড়ি পরিষ্কার না করলে জীবাণু তৈরি হয়ে ত্বকে সংক্রমণ হতে পারে।

৫) ঘন দাড়ি ত্বকে সূর্যালোকের প্রবেশে বাধা দেয়। তার ফলে ত্বকে পিগমেন্টেশন দেখা দিতে পারে। অনেক সময়ে ত্বকের বর্ণও পরিবর্তিত হতে পারে।

দাড়ি দিয়ে যায় চেনা

ইচ্ছানুযায়ী দাড়ি রাখা যেতেই পারে। কিন্তু তার জন্য, নিয়মিত দাড়ির যত্ন নেওয়া উচিত। কয়েকটি পরামর্শ মেনে চললে, উপকার পাওয়া যেতে পারে—

১) চুলের মতো এখন বাজারে দাড়ির জন্যও আলাদা শ্যাম্পু কিনতে পাওয়া যায়। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার দাড়ি ধোয়া উচিত।

২) দাড়ির জন্যেও আলাদা তেল এবং কন্ডিশনার পাওয়া যায়, এগুলি ব্যবহার করলে দাড়ি নরম থাকে। চুলকানি এবং খুশকির সমস্যাও দূর হয়।

৩) দাড়ির দৈর্ঘ্য বেশি হলে, সে ক্ষেত্রে নিয়মিত মোটা এবং ফাঁকা দাতের চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ানো উচিত।

৪) লম্বা দাড়ি মাসে অন্তত এক বার অল্প করে ছাঁটা উচিত। এর ফলে দাড়ির গ্রোথ ভাল থাকে।

৫) অনেকেই লম্বা দাড়ি স্নানের পর ব্লো-ড্রাই করেন। উচ্চ তাপমাত্রা দাড়ির ক্ষতি করে। তাই ড্রায়ার ব্যবহার করলেও তাপমাত্রা কম রাখা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement