সোনাক্ষীর ঘন কালো চুলের রহস্য কী? ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের পর কখনও ভাইদের সঙ্গে দূরত্বের কারণে, কখনও আবার অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় বার বার খবরের শিরোনামে থেকেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। কখনও আবার ওজন বেড়ে যাওয়া নিয়ে শুনতে হয়েছে কটাক্ষ। তবে বিতর্ক যতই হোক, সাংবাদিক বা চেনা-পরিচিতদের মাঝে সব সময়ই খোশ মেজাজে ধরা পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চুল পরিচর্চা নিয়ে খোলাখুলি কথা বলেছেন সোনাক্ষী।
সোনাক্ষী জানিয়েছেন, বাড়িতে থাকলে চুলের পরিচর্যা নিয়ে ভাবতে হয় না তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কাজের সূত্রে যখন দিল্লিতে থাকি, তখন চুলের পরিচর্যা করতে আলস্য লাগে। তবে মুম্বইতে থাকলে রোজ আমার শাশুড়ি আমার মাথায় তেল মালিশ করে দেন, বিয়ের আগে সেই কাজটি ছিল আমার মায়ের।’’
শুটিয়ের সময় কখনও তাপ, কখনও ব্লো ড্রাই, কখনও আবার এক্সটেনশনের কারণে চুলের অনেক ক্ষতি হয়, এমনটাই মত সোনাক্ষীর। অভিনেত্রীর কথায়, ‘‘এখন আমার চুলে কোনও রকম এক্সটেনশন নেই, তবে শুটিংয়ে বেশির ভাগ সময়েই এক্সটেনশন পরতে হয়। এক্সটেনশনে ক্লিপ থাকে, যার কারণে চুলের ব্যাপক ক্ষতি হয়। চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। এ ছাড়াও কখনও টং করতে হয়, কখনও আবার ব্লো ড্রাই— সব মিলিয়ে অভিনেতা-অভিনেত্রীদের চুল নিয়ে কম পরীক্ষা হয় না। তাই চুলের বারোটা বাজে সহজেই। কী ভাবে চুলের যত্ন নেন অভিনেত্রী? সোনাক্ষী বলেন, ‘‘চুলের যত্ন নিতে আমি মোটেই বাহারি প্রসাধনী ব্যবহার করি না। চুলে নিয়ম করে তেল মাখি। রাসায়নিক নেই এমন শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করি। আমি সব সময় প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করি।’’
তেলের ক্ষেত্রেও বেশ খুঁতখুঁতে সোনাক্ষী। তিনি বলেন, ‘‘রোজ়মেরি, ভৃঙ্গরাজ আর বায়োটিন তেলের মিশ্রণ ব্যবহার করি আমি। এই মিশ্রণ নতুন চুল গজাতে সাহায্য করে।