ছবি : সংগৃহীত।
ত্বকের যত্ন নেওয়ার হাজার রকমের ঘরোয়া টোটকার কথা প্রতি দিন জানছেন। আর তা প্রয়োগও করছেন নিজের উপরে। বিশেষ করে ফল দিয়ে তৈরি ঘরোয়া ফেসপ্যাক অনেকেই অবসরে বাড়িতে বানিয়ে ব্যবহার করেন। আর তা কাজেও দেয়। কারণ, প্রতিটি ফলেই রয়েছে নানা ধরনের এনজ়াইম এবং ভিটামিন। যা ত্বককে মৃতকোষ মুক্ত করার পাশাপাশি পুষ্টি জুগিয়ে বিবিধ উপকারও করে। কোনওটি ব্রণ কমায়। কোনওটি ত্বকে রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে। বাজারচলতি রাসায়নিক যুক্ত ক্রিম বা ফেসপ্যাকের তুলনায় অনেকেই প্রাকৃতিক উপায় বেছে নিতে পছন্দ করেন। ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর তেমনই এক ঘরোয়া সমাধান হতে পারে লিচু।
লিচু কী ভাবে ত্বকের ঔজ্জ্বল্য ফেরায়?
১। লিচুতে আছে ভিটামিন সি। যা ত্বকে কোলাজেনের মাত্রা বাড়িয়ে কালচে ছোপ দূর করতে সাহায্য করে।
২। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রদাহনাশক উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফলে বয়সজনিত কারণে ত্বকে যে ঔজ্জ্বল্য নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়, তাকে নিয়ন্ত্রণ করা যায়।
৩। লিচু ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। আর্দ্র ত্বক বেশি উজ্জ্বল দেখায়।
৪। লিচুতে থাকা এনজ়াইম মৃতকোষ দূর করার পাশাপাশি নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
কী ভাবে ব্যবহার করবেন?
লিচুর রস সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। অথবা তার সঙ্গে ওটসের গুঁড়ো মিশিয়ে মুখে ফেস মাস্কের মতো ব্যবহার করতে পারেন। এমনকি, লিচু খেলেও ত্বকের উপকার হবে।