Eye Patches Benefits

রাতারাতি চোখের তলার কালি, বলিরেখা দূর করবে আই প্যাচ? তারকাদের দেখে সিলিকন জেল প্যাডের কদর বাড়ছে

আলিয়া ভট্ট, কৃতি শ্যানন, সুহানা খান, প্রিয়ঙ্কা চোপড়াদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে প্রায়ই তাঁদের আই প্যাচ লাগানো ছবি দেখবেন। তারকাদের দেখে আই প্যাচ লাগানোর নতুন ট্রেন্ডও শুরু হয়েছে এখন। কিন্তু কথা হল, আই প্যাচে কি আদৌ কাজ হয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১২:৩৩
Share:

আই প্যাচ কী ভাবে কাজ করে, সকলেই কি ব্যবহার করতে পারেন? ছবি: সংগৃহীত।

চোখের তলার কালি, ফোলা ভাব দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ‘আন্ডার আই ক্রিম’ মাখেন অনেকে। তবে তাতে কাজ হয় ধীর গতিতে। যদি হাতে এত সময় না থাকে, চটজলদি চোখের তলার কালি, ফোলা ভাব দূর করতে হয়, তা হলে বিকল্প উপায় হল সিলিকন জেল আই প্যাচ। তারকারাও এখন আই প্যাচের প্রেমে পড়েছে। আলিয়া ভট্ট, কৃতি শ্যানন, সুহানা খান, প্রিয়ঙ্কা চোপড়াদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে প্রায়ই তাঁদের আই প্যাচ লাগানো ছবি দেখবেন। তারকাদের দেখে আই প্যাচ লাগানোর নতুন ট্রেন্ডও শুরু হয়েছে এখন। কিন্তু কথা হল, আই প্যাচে কি আদৌ কাজ হয়?

Advertisement

আই প্যাচ কী ভাবে কাজ করে?

সিলিকন জেলের প্যাড যা চোখের নীচে লাগিয়ে রাখতে হয়। ১০-৩০ মিনিট রাখার পরে চোখের ফোলা ভাব অনেক কম দেখায়। আই প্যাচে থাকে হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, রেটিনল যা চোখের চারপাশের ত্বকের আর্দ্র ভাব ধরে রাখে। চোখের তলার কালি দূর করে, চোখের ফোলা ভাবও কমায়।

Advertisement

আই প্যাচ অনেক রকমের হয়। তাতে সিরাম, ক্রিম বা জেল থাকে। ত্বকের ধরন অনুযায়ী আই প্যাচ কেনা জরুরি। যাঁদের ত্বক খুব শুষ্ক ও স্পর্শকাতর, তাঁরা জেল আই প্যাচ কিনতে পারেন। ত্বক তৈলাক্ত হলে সিরাম দেওয়া আই প্যাচ ভাল। একটি প্যাকেটে ৩০টির মতো প্যাচ থাকে। দাম ৫০০ থেকে হাজারের মধ্যেই। তবে কী ধরনের ব্র্যান্ড কিনবেন, তার উপর দাম নির্ভর করবে।

অনেকেই বলেন, চোখের নীচের চামড়া কুঁচকে গেলে বা বলিরেখা দূর করতেও আই প্যাচ লাগানো যেতে পারে। এতে হায়ালুরনিক অ্যাসিড থাকায়, ত্বকে তরতাজা ভাব আনতে পারে। চোখ ক্লান্ত দেখালেও আই প্যাচ লাগিয়ে রাখলে কাজ হয়।

আই প্যাচ কি সকলের জন্যই কার্যকরী?

ব্যান্ডেডের মতো দেখতে এই প্যাচ বা টেপগুলি মূলত ক্ষত নিরাময়ের জন্যই ব্যবহার করা হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে এই প্যাচ। তবে এ দিয়ে চোখের কালি, ফোলা ভাব বা ব্রণের বাড়বাড়ন্ত সাময়িক ভাবে দমিয়ে রাখা গেলেও পুরোপুরি সারিয়ে ফেলা যায় না।

ত্বকের কোনও রকম সংক্রমণজনিত অসুখ থাকলে, আই প্যাচ ব্যবহার না কারই ভাল। সোরিয়াসিস, কনট্যাক্ট ডার্মাটাইটিসের মতো চর্মরোগের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ না নিয়ে আই প্যাচ ব্যবহার করা ঠিক হবে না। এই ধরনের জিনিস ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিধিও মানতে হবে। অন্যের আই প্যাচ ব্যবহার করা বা একটিই প্যাচ কিনে পরিবারের সকলে ব্যবহার করতে থাকলে, তার থেকে সংক্রমণ ঘটতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement