Trending Hairstyle for Durga Puja

চুলের ছাঁটেও জেন জ়ি-র পছন্দ কোরিয়ান ‘টাচ্’! পুজোয় কোন হেয়ারস্টাইল ‘ইন’, জানালেন জলি চন্দ

এ বছরের পুজোয় চুলের ছাঁটে বিশেষ কী নতুনত্ব রয়েছে? কেমন ভাবে চুল কাটালে সব পোশাকের সঙ্গে মানাবে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই, আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল শহরের অন্যতম কেশসজ্জা শিল্পী জলি চন্দের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮
Share:

পুজোয় চুলের সাজ বদলানোর আগে জেনে নিন জলি চন্দের সাজেশন। ছবি: সংগৃহীত।

বাতাসে পুজো পুজো গন্ধ। এক বছরের প্রতীক্ষার অবসানের পালা। শহর জুড়ে বিভিন্ন পাড়ায় মণ্ডপসজ্জার কাজ প্রায় শেষের পথে। শেষমুহূর্তের কেনাকাটার হিড়িকে রাস্তায় পা ফেলার জো নেই। পুজোর পাঁচটি দিন কী পোশাক পরবেন, তা মিলিয়ে কেনা তো সহজ নয়! মাথা খাটাতে হয়। ভিড়ের মাঝে আলাদা করে নজর কাড়তে অনেকেই পুজোর আগে সালোঁয় গিয়ে ভোল বদলে ফেলেন। সুন্দর কেতাদুরস্ত পোশাক পরলেই তো হল না! তার সঙ্গে চাই মানানসই সাজগোজও। সুন্দর দেখাতে যথাযথ রূপটানের পাশাপাশি চুলের ছাঁটও কিন্তু সমান ভাবে গুরুত্বপূর্ণ।

Advertisement

রূপটান, গয়না তো আছেই, তবে চুলের ছাঁট ঠিক না হলে পুরো সাজই নষ্ট। ছোট চুল, না কি বড়— কোনটায় বেশি মানাবে, অনেকেই তা ঠিক মতো বুঝে উঠতে পারেন না। আলাদা করে চুল বাঁধার ঝক্কি এড়াতে এখন অনেকেই স্ট্রেটনিং, স্মুদনিং-এর পথে হাঁটেন। সব পোশাকের সঙ্গে সোজা, মসৃণ চুল বেশ মানিয়ে যায়। দেখতেও মন্দ লাগে না। তাতেও যে মনের খুঁতখুঁতে ভাবটা চলে যায়, এমন নয়। পুজোর সাজ বলে কথা! সকলের চেয়ে আলাদা হওয়া চাই।

এ বছরের পুজোয় চুলের ছাঁটে বিশেষ কী নতুনত্ব রয়েছে? কেমন ভাবে চুল কাটালে সব পোশাকের সঙ্গে মানাবে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই, আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল কেশসজ্জা শিল্পী জলি চন্দের সঙ্গে। জলি বললেন ‘‘চুলের ছাঁট কেমন হবে, তা সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। আমি পরামর্শ দিতে পারি শুধু। আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসেন। কেউ লম্বা চুল রাখতে চাইলে, আমি সেই অনুযায়ী কেটে দিই। তবে কমবয়সি এবং বয়স্ক— এই দুই প্রজন্মের অনেকেরই ছোট চুলের প্রতি একটা ঝোঁক রয়েছে। যাঁরা ছোট চুল চাইছেন তাঁদের মধ্যে পিক্সি ছাঁট এখন বেশ জনপ্রিয়। পিক্সি বব, চপি হেয়ার, ক্লিক বব, লং বব, এ লাইন বব, অ্যাঙ্গেল্‌ড বব, ফ্ল্যাট বব, লেয়ার্ড বব— এই সব বব কিন্তু এখন বেশ জনপ্রিয়। তবে সবার মুখে সব হেয়ার স্টাইল মানায় না, তাই বুঝেশুনে সঠিক হেয়ারস্টাইলটা বাছতে হবে। প্রৌঢ়েরা অনেকেই এখন বব ছাঁট পছন্দ করেন। কারণ, বব কাটলে অনেক কমবয়সি দেখায়। শুধু খাবার কিংবা বিনোদনেই নয়— জেন জ়ি-রা এখন হেয়ারস্টাইলেও কোরিয়ান আর জাপানি ছোঁয়া চাইছে। অনেকেই এসে এ বার জাপানিজ় অ্যানিমে ছাঁদে কিংবা কোরিয়ান হেয়ারকাট করার ইচ্ছে জানাচ্ছে।’’

Advertisement

বলিউড নায়িকাদের দেখে নয়, এ বার পুজোয় কোরিয়ান নায়িকাদের অনুকরণ করছে জেন জ়ি।

তবে অনেকেই ছোট চুল রাখতে স্বচ্ছন্দ্য নন। চুল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করেও যাঁরা পুজোর আগে নতুন লুক চাইছেন, তাঁদের জন্য কেমন হেয়ারকাট বেছে দিচ্ছেন জলি? কেশসজ্জা শিল্পী বলেন, ‘‘লম্বা চুলের ক্ষেত্রে এখন অনেকেই কার্টেন ব্যাং, বাটারফ্লাই উলফ্ কাট, বাটারফ্লাই লেয়ার্স, ফেদার কাট পছন্দ করছেন। এই ধরনের হেয়ারকাট হলে চুল বেশি ঘন দেখায়।’’

পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়— টলিপাড়ার অনেক তারকাই কেশসজ্জার ব্যাপারে ভরসা রাখেন জলির উপর। পুজোর আগে তারকারা কী ধরনের চুলের ছাঁট পছন্দ করছেন? জলির কথায় ‘‘অনেক তারকাই নিজের চরিত্রের কথা ভেবে চুল নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেন না। চরিত্রের প্রয়োজনে যেটুকু প্রয়োজন, সেইটুকুই করেন। তবে যাঁরা আবার চরিত্রের প্রয়োজনে মাথায় উইগ পরেন, তাঁরা অনেকেই এ বার ছোট করে চুল কেটে দেওয়ার কথা বলছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement