চিয়া বরফ করে কেশচর্চা! কী ভাবে সম্ভব? ছবি: এআই সহায়তায় প্রণীত।
চুল ভাল রাখতে হলে যত্ন জরুরি। নিয়মিত তেল মাখা, দু’দিন অন্তর শ্যাম্পু না হয় মাখা হল, কিন্তু চুলের জন্য মাস্ক ব্যবহারের সময় কই?
ব্যস্ত জীবনে চুলের যত্নে ফাঁক থেকে যায় সময়ের অভাবে। তবে এই সমস্যার সমাধান হতে পারে চিয়া-মধুর বরফ কিউবেই। ত্বকের যত্নে অনেকেই মুখে শসার রস, বিটের রস দিয়ে তৈরি বরফ মাখেন। কিন্তু চুলেও তা কাজে লাগানো যায়।
চিয়া বীজে রয়েছে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট। প্রতিটি উপাদানই চুলের জন্য জরুরি। অ্যামাইনো অ্যাসিড চুল মজবুত করে। অ্যান্টি-অক্সিড্যান্ট ক্ষতির হাত থেকে চুল রক্ষা করে। মধু চুলে ময়েশ্চারাইজ়ারের জোগান দেয়। আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। চুলের পরিচর্যায় চিয়া বীজের জেল ব্যবহার করেন অনেকেই। কিন্তু হাতে যদি সময় না থাকে, তা হলে বানিয়ে নিতে পারেন কিউব।
সুবিধা কী?
সুবিধা এই যে, দরকারের সময় ফ্রিজ থেকে কিউবটি কিছু ক্ষণ আগে বার করে নিলেই হল। জিনিসটি গলে গেলেই সহজে মেখে নেওয়া যাবে।
উপকরণ
৩ টেবিল চামচ চিয়া বীজ
১ কাপ জল
২ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
পদ্ধতি
চিয়া বীজ ধুয়ে নিয়ে এক কাপ জলে কয়েক ঘণ্টা ভিজিয়ে নিন। বীজ জল টেনে ফুলে উঠলে মিক্সারে ঘুরিয়ে নিন। এর সঙ্গে মধু, অ্যালো ভেরা জেল মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন।
ব্যবহার বিধি
শ্যাম্পু করার পর চুল তোয়ালে দিয়ে মুখে নিন। তার পর চিয়া কিউব দুই হাতে ঘষে নিন। সেটি গলে গেলে মাথায় মেখে ১৫ মিনিট রেখে ভাল করে ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে মাখলেই ধীরে ধীরে চুলে বদল আসবে। তবে খুব ঠান্ডা অবস্থায় এটি না ব্যবহার করে, মাখার ১০-১৫ মিনিট আগেই ফ্রিজ থেকে বার করে রাখুন।