ছবি : সংগৃহীত।
ভিটামিন সি-এর ভান্ডার হল আমলকি। ভাল থাকার জন্য নিয়মিত একটি করে আমলকি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। আমলকি খেলে ভাল থাকে চুল, ত্বকেও থাকে ঝকঝকে ভাব। কিন্তু আমলকি খেতে ভাল না লাগলে কি জোর করে খাবেন? ত্বকের যত্ন নেওয়ার জন্য অন্তত আমলকি খেতে হবে না। তা ফেসপ্যাক হিসাবে মুখে ব্যবহার করাও যাবে।
কী ভাবে বানাবেন আমলকির ফেসপ্যাক?
১। আমলকি, অ্যালোভেরা এবং হলুদ
২ টেবিলচামচ আমলকির পাউডার বা ৩ টেবিলচামচ বেটে নেওয়া আমলকির সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন ভাল ভাবে। এ বার মুখ ভাল ভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে জেলের মতো ওই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে দিন। চোখে যেন না লাগে। তার পরে ঠান্ডা জলে ধুয়ে নিন।
২। আমলকি, মধু, লেবুর রস
২ টেবিল চামচ আমলকি বাটা, ২ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।
৩। আমলকি, দই এবং মধু
৩ টেবিল চামচ আমলকি বাটা, ১ টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ দই এক সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
সতর্কতা
যেকোনও প্রাকৃতিক উপাদান থেকেই অ্যালার্জির সম্ভাবনা থাকে। তাই এই ফেসপ্যাক তৈরি করার পরে আগে হাতে পরখ করে দেখুন। অস্বস্তি না হলে তবেই মুখে ব্যবহার করুন।