Eyebrow Mask

শুধু মুুখে নয় ভ্রুতেও ব্যবহার করুন মাস্ক! নিয়মিত ব্যবহারে পেতে পারেন কাঙ্খিত ঘনত্ব

ভ্রু মুখের আদল অনেকটাই তৈরি করে দেয়। সেই ভ্রু যদি হালকা হয়, চোখে না পড়ে, তবে মুশকিল। মেক আপ শিল্পীরা তাই সাজানোর সময় গাঢ় রঙের পেন্সিল দিয়ে ভ্রু স্পষ্ট করেন এই কারণে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২০:৪২
Share:

ছবি : সংগৃহীত।

সুন্দর মুখ সেভাবে চোখে না পড়তে পারে, যদি ভ্রুর আকার স্পষ্ট নয়। রূপচর্চার শিল্পীরা বলেন, ভ্রু মুখের আদল অনেকটাই তৈরি করে দেয়। সেই ভ্রু যদি হালকা হয়, চোখে না পড়ে, তবে মুশকিল। মেক আপ শিল্পীরা তাই সাজানোর সময় গাঢ় রঙের পেন্সিল দিয়ে ভ্রু স্পষ্ট করেন এই কারণে। কিন্তু প্রাকৃতিক ভাবে যদি ভ্রুকে ঘন করতে হয় তবে কী করবেন।

Advertisement

মুখের ত্বকের পরিচর্যার জন্য যেমন মাস্ক ব্যবহার করেন, তেমনই ভ্রুরও মাস্ক ব্যবহার করা যায়। তেমনই দু’রকমের ঘরোয়া মাস্কের সন্ধান রইল। যা ঘন ভ্রু পেতে কাজে লাগবে।

মাস্ক ১

Advertisement

ভুরু ঘন করতে নারকেল তেল দারুণ উপকারী। পেঁয়াজে থাকা সালফারও ভুরু ঘন করে। রূপচর্চায় অ্যালোভেরার ভূমিকা অনবদ্য। এই তিন উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন ভ্রু-র মাস্ক। কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ পেঁয়াজের রস আর আধ চা চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি ভ্রুর উপরে লাগিয়ে রেখে দিন মিনিট ২০-৩০। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দিন দু’য়েক নিয়মিত ব্যবহার করতে পারেন এই মাস্ক।

মাস্ক ২

ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল, কফি পাউডার একসঙ্গে মিশিয়ে ভ্রুতে লাগিয়ে ৩০ মিনিট মতো রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন। ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, ভিটামিন ইও চুলের বৃদ্ধির জন্য উপকারী। কফি ভ্রুর রোমের রং গাঢ় করতে সাহায্য করে।

তবে এই ধরনের মাস্ক ব্যবহার করার আগে সব সময় ত্বকে প্যাচ টেস্ট করে নিন। যদি অস্বস্তি না হয়, তবেই ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement