Homemade Lip Gloss

চকচকে, ম্যাট কিংবা টিন্টেড! সব ধরনের লিপ গ্লসই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, রইল পদ্ধতি

লিপস্টিক পরলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে, কিন্তু লিপ গ্লসে সেই ভয় নেই। এতে ঠোঁট চকচক করে, আবার আর্দ্রতাও বজায় থাকে। চাইলে বাড়িতেও সেগুলি বানিয়ে ফেলতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৪:১৪
Share:

বিভিন্ন ধরনের লিপ গ্লস তৈরি করা যায় বাড়িতেই। ছবি: সংগৃহীত।

লিপস্টিক, লিপ ক্রেয়ন কিংবা লিকুইড লিপস্টিক নিয়ে মাতামাতি হলেও আলাদা করে লিপ গ্লসের কদর রয়েছে অনেকের কাছেই।

Advertisement

দিনের বেলা বেরোনোর সময়ে খুব বেশি মেকআপ করার প্রয়োজন পড়ে না। ফলে হালকা মেকআপের সঙ্গে লিপ গ্লস লাগানো যেতেই পারে। লিপস্টিক পরলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে, কিন্তু লিপ গ্লসে সেই ভয় নেই। এতে ঠোঁট চকচক করে, আবার আর্দ্রতাও বজায় থাকে। অনেকে আবার টিন্টেড লিপ গ্লস মাখতে পছন্দ করেন। তা হলে এক ঢিলেই দুই পাখি মরে। ঠোঁট শুষ্ক হয় না, আবার হালকা গোলাপি বা লালচে আভাও থাকে। তবে দাম দিয়ে আলাদা আলাদা গ্লস না কিনে প্রয়োজন অনুযায়ী সেগুলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। রইল পদ্ধতি।

কী ভাবে বাড়িতে লিপ গ্লস তৈরি করবেন?

Advertisement

গ্লসি লিপ গ্লস তৈরির পদ্ধতি:

১) ছোট একটি পাত্রে এক চা চামচ পেট্রলিয়াম জেলি নিন।

২) তার সঙ্গে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।

৩) এ বার ভাল করে তা মিশিয়ে নিন। মনের মতো ঘনত্ব না পাওয়া পর্যন্ত তা মিশিয়ে যেতে হবে।

শিমার দেওয়া লিপ গ্লস তৈরির পদ্ধতি:

১) ছোট একটি পাত্রে এক চা চামচ পেট্রলিয়াম জেলি নিন।

২) এ বার ত্বকের জন্য নিরাপদ, এমন অভ্র মিশিয়ে নিন।

৩) মনের মতো ঘনত্ব না পাওয়া পর্যন্ত তা ভাল করে মেশাতে থাকুন।

ম্যাট ফিনিশ টিন্টেড লিপ গ্লস তৈরির পদ্ধতি:

১) ছোট একটি পাত্রে এক চা চামচ কোকো পাউডার এবং এক চা চামচ নারকেল তেল নিন।

২) এ বার পছন্দ মতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন ভাল করে।

৩) মনের মতো ঘনত্ব না পাওয়া পর্যন্ত তা ভাল করে মেশাতে থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement