ভিজে চুল আঁচড়াতে বারণ করা হয় কেন? চুল পড়ে যায় না কি আরও বড় কোনও ক্ষতি হয়?

গুরুজনরা অনেক সময়েই বলে থাকেন, ভিজে চুল না আঁচড়াতে। কিন্তু অনেকেই মনে করেন প্রচলিত এই কথাটি আসলে ভ্রান্ত একটি ধারণা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৯:১৪
Share:

চুল কখন শুকোবে, তার পর চুল আঁচড়াবেন, তার সময় কোথায়? ছবি: সংগৃহীত।

সকালবেলা কোনও রকমে স্নান সেরে, দুটো খাবার মুখে দিয়েই কাজে বেরোতে হয়। চুল কখন শুকোবে, তার পর চুল আঁচড়াবেন, তার সময় কোথায়? আবার প্রতি দিন ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেবেন এমন অভ্যাসও যে ভাল নয়। অতএব ভিজে চুলেই চিরুনি দিয়ে ঝটপট করে চুল আঁচড়ে নিলেন। আর মেঝেতে গোছা গোছা চুল পড়ে রইল।

Advertisement

গুরুজনরা অনেক সময়েই বলে থাকেন, ভিজে চুল না আঁচড়াতে। কিন্তু অনেকেই মনে করেন প্রচলিত এই কথাটি আসলে ভ্রান্ত একটি ধারণা। ভিজে চুল আঁচড়ানোর সঙ্গে চুল পড়ে যাওয়ার আদৌ কোনও সম্পর্ক নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, চুল ঝরে পড়ার অনেকগুলি কারণের মধ্যে এটিও একটি কারণ। তবে এই সমস্যা মেয়েদেরই বেশি। কারণ ছোট চুল, ভিজে অবস্থায় আঁচড়ালেও এতটা ওঠে না। তবে চুলের গোড়া যদি দুর্বল হয় এবং তার উপর যদি ভেজা থাকে, সে ক্ষেত্রে চুল ঝরে যাওয়ার আশঙ্কা বেশি। তবে ভিজে চুল যদি আঁচড়াতেই হয় সে ক্ষেত্রে সেরাম লাগিয়ে, জট ছাড়িয়ে তার পর আঁচড়ানোই ভাল। এ ছাড়াও ভিজে চুল বেঁধে রাখা বা ভিজে চুলে ঘুমোলেও কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।

কী কী করলে ভেজা চুল ঝরে পড়বে না?

Advertisement

১) বড় দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে চেষ্টা করুন।

২) চিরুনি দিয়ে আঁচড়ানোর আগে হাত দিয়ে জট খুলে নিন।

৩) স্নান করে উঠেই ঘষে ঘষে মাথা মুছবেন না।

৪) ভেজা চুলে ভাল মানের সেরাম ব্যবহার করতে হবে।

৫) ভিজে চুলে কোনও রকম কারুকাজ করতে যাবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন