Monsoon Leather Care Tips

বৃষ্টির ভয়ে সাধের চামড়ার ব্যাগগুলি আলমারিতেই রাখছেন? যত্নআত্তির ত্রুটি হলেই মুশকিল

বর্ষায় ব্যবহার করুন বা না করুন, লেদারের জিনিসের কিন্তু বাড়তি যত্নের প্রয়োজন। বিশেষ করে দাম দিয়ে কেনা শৌখিন ব্যাগগুলির ক্ষতি না চাইলে, একটু বাড়তি সতর্ক থাকতেই হবে। জেনে নিন, কী ভাবে যত্ন সাধের ব্যাগগুলির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৩০
Share:

বর্ষায় চামড়ার ব্যাগের বাড়তি যত্ন নিন। ছবি: শাটারস্টক।

চামড়ার ব্যাগ, জুতো, বেল্ট ব্যবহার করতে ভালবাসেন? আপনার এই শখের জিনিসগুলি বর্ষাকালে নষ্ট হয়ে যাক, নিশ্চয়ই চান না? অনেক সময়েই আমরা বর্ষায় চামড়া দিয়ে তৈরি সাজগোজের সামগ্রী ব্যবহার করলে বৃষ্টিতে ভিজে খারাপ হয়ে যাবে ভেবে তুলে রাখি। অথচ পরে বের করে দেখা যায়, ছাতা পড়ে গিয়েছে। বর্ষায় ব্যবহার করুন বা না করুন, লেদারের জিনিসের কিন্তু বাড়তি যত্নের প্রয়োজন। বিশেষ করে দাম দিয়ে কেনা শৌখিন ব্যাগগুলির ক্ষতি না চাইলে, একটু বাড়তি সতর্ক থাকতেই হবে। জেনে নিন, কী ভাবে যত্ন সাধের ব্যাগগুলির?

Advertisement

শুকনো রাখুন: বর্ষায় আর্দ্রতার কারণে চামড়ার চাকচিক্য নষ্ট হয়ে যায়। তাই ব্যাগের ভিতর খবরের কাগজ ভরে রাখুন। এতে আর্দ্রতা শুষে নিয়ে চামড়া ভাল থাকবে। ব্যবহার না করলে সেগুলি সুতির কাপড়ে মুড়ে রাখুন।

নিয়মিত পরিষ্কার করুন: চামড়ার ব্যাগ হলে দুই থেকে তিন দিন অন্তর পরিষ্কার করতে হবে। বিশেষ করে, বর্ষার সময়ে স্যাঁতসেঁতে পরিবেশে ব্যাগে খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যায়। দু’ তিন দিন পর পর সব চেন খুলে, ব্যাগ উল্টো করে ঝেড়ে নিন, এতে ভিতরের সমস্ত ধুলোময়লা পরিষ্কার হয়ে যাবে।

Advertisement

সময় নষ্ট নয়: বর্ষায় কোনও কারণে ব্যাগ ভিজে গেলে বাড়ি এসে সময় নষ্ট না করে সবার আগে সেটি শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। খবরের কাগজ দিয়ে ভুলেও চামড়ার ব্যাগ পরিষ্কার করবেন না।

সঠিক ক্লিনজ়ার বাছাই করুন: চামড়ার ব্যাগ পরিষ্কারের ক্ষেত্রে অ্যামোনিয়া বা ব্লিচ-বেস্‌ড ক্লিনার ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে জলে তরল সাবান গুলে নিয়ে কাপড় ভিজিয়ে হালকা করে ব্যাগের বাইরেটা ভাল করে মুছুন। শেষে শুকনো কাপড় দিয়ে জল মুছে নিন। দাগ পুরনো হলে ওই অংশে লিকুইড সাবান কিছু ক্ষণের জন্য মাখিয়ে রাখুন, তার পর নরম কাপড় দিয়ে মুছে নিন। ভিতরের লাইনিংও পরিষ্কার করুন। তবে রঙিন ব্যাগ রোদে শুকোতে যাবেন না যেন, এতে চামড়ার ব্যাগের জেল্লা নষ্ট হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement