Beetroot Skin Care

পরিচ্ছন্ন এবং উজ্জ্বল ত্বকের মরসুমি টোটকা, শীতের সব্জি বিট দিয়েও বানিয়ে ফেলুন ‘ফেসপ্যাক’!

বিটরুটে আছে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। তবে নিয়মিত বিট না খেতে চাইলে বিট দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে মাখতে পারেন। তাতেও ত্বক হবে উজ্জ্বল, বাড়তি জেল্লা ফিরবে মুখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:০৭
Share:

বিটের রসে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। ছবি : সংগৃহীত।

মরসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। মরসুমি শাকসব্জি ত্বকের জন্যও ভাল জানেন কি? রূপটান শিল্পীরা বলছেন, বিটরুটে আছে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। তবে নিয়মিত বিট না খেতে চাইলে বিট দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে মাখতে পারেন। তাতেও ত্বক হবে উজ্জ্বল, বাড়তি জেল্লা ফিরবে মুখে।

Advertisement

কী ভাবে বানাবেন বিটের ফেসপ্যাক?

১। বিট কুড়ে নিয়ে তা থেকে রস ছেঁকে নিয়ে তার সঙ্গে মেশান অ্যালোভেরার জেল। মিশ্রণটি মুখে গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেসুন।

Advertisement

২। বিট কুড়ে নিয়ে তার সঙ্গে দই এবং মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন।

৩। এক টেবিলচামচ দুধের সঙ্গে ২ টেবিলচামচ বিটের রস এবং ৩-৪ ফোঁটা আমন্ডের তেল মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে গরম জলে ধুয়ে নিন মুখ।

৪। বিটের রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে টোনার হিসাবে মুখ পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement